চোর ধরা

এক কৃষকের বাড়িতে এক মুসাফির এসে আশ্রয় নিল।অন্ধকারে মুসাফিরকে কেউ ভাল করে চিনতে পারি নি।মুসাফির যে ঘরে ঘুমাচ্ছিল,সে ঘরের সিদ কেটে এক কৃষকের জিনিস নিতে চাইলো।মুসাফির চোর কে বাঁধাদিল।তাদের ধস্তাধস্তিতে বাড়ির সবাই ছুটে এলো।চোরটি বলতে লাগল,এই লোকটি বাড়ির জিনিসপত্র নিতে চাইলে আমি বাধা দিয়েছি।মুসাফির বলল,না সে চোর।এসব জিনিস চুরি করতে এসেছিল।

এভাবে এক জন অন্য জন কে চোর বলে অভিহিত করতে লাগল। কিন্তু চোর টি কে তারা কেউ চিনতে পারছে না।সেখানে নাছির গাজি হাজির ছিলেন।তিনি বললেন,আমার মৃত্যর ছটফটানি উঠেছে।আমার মিত্যুর পর এদুজন যেন আমার পাহারা দেয়।যথা সময়ে নাছির গাজি মৃত্যর ন্যায় পড়ে রইল।পাহারা দেবার জন্য,একজন পায়ের কাছে আর একজন মাথার কাছে রেখে দেওয়া হলো।কিছুক্ষণ অতিবাহিত হবার পর

চোরটি মুসাফির কে বলতে লাগল এই!আমি জিনিস গুলো নিতে গেলে তুই কেন বাধাদিল?এটা কি তোর বাবার জিনিস যে,

তুই আমাকে বাঁধা দিবি?মুসাফির বলল,তুই কেন বারিওয়ালার জিনিস নিয়ে যাবি।আমি বাঁধা দিবই।এভাবে এক জন আরেকজনকে বকাবকি,শুরু করতে আড়ালে যারা ছিল,তারা সবাই বুঝতে পারল কে চোর মৃত মানুষের ভানকারী নাছির গাজি সঙ্গে সঙ্গে উঠে বসলেন।সবাই তখন চোর কে ধরে ইচ্ছামত গণধোলাই দিল।নাছির গাজির বুদ্ধির বলে একজন চোরকে ধরা সম্ভব হলো।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!