লোকটি একধারে অন্ধ,দরিদ্র ও নিঃসন্তান।নবী মুসা (আঃ)আর কাছে নিজের দুরাবস্থার কথা খুলে বলে অবস্থার পরিবর্তনের জন্য আল্লাহার কাছে প্রার্থনা করার জন্য অনুরোধ করলেন।মুসা(আঃ)বললেন,তোমার একটি দোয়া কবুল হবে। এবার বল?তোমার জন্য কোন দোয়া করবো?
লোকটি পড়ে গেল বিপাকে।যদি সন্তানের জন্য দোয়া চাই।আর সম্পদ না থাকলে তা হলে বিপদ বাড়বে কমবে না।আর যদি সম্পদ চাই এবং সন্তান না থাকে তাহলে সম্পদ খাবে কে?আর যদি চোখের জন্য দোয়া করাই,তাহলে ভালো হওয়ায় এবং নয়নাভিরাম চাকচিক্যময় দুনিয়া দেখে সন্তান সম্পদ না থাকায় অন্তরজ্বালা আরো বাড়বে।
তাই তিনি চিন্তা ভাবনা করার জন্য একটু সময় চেয়ে নিলেন।
লোকটি বাড়িতে গিয়ে তার স্ত্রীকে সব ঘটনা খুলে বললেন,এবং পরামর্শ চাইলেন।বুদ্ধি মতি ও বিচক্ষন স্ত্রী হিকমত খাটিয়ে এমন একটি বাক্যর মধ্যে স্বামীকে দোয়া শিখিয়ে দিলেন।তাতে তিনটি বিষয়ে দোয়া সামিল হয়ে যায়।পর দিন লোকটা মুসা(আঃ)নিকট আসলে মুসা(আঃ) বললেন,সিদ্ধান্ত নিয়ে এসেছো?কি দোয়া করবে,তা আমি আল্লাহার কাছে বলব।আর নবীদের দোয়া বিফল হয় না।লোকটি বলল,হে আমার আল্লাহার নবী!আমি ছাদের তলায় বসে আমার সেঝো ছেলের বৌ এর হাতের রান্না করা খাবার স্বচক্ষে দেখে খেতে চাই।
মুসা(আঃ)দেখলেন এক বাক্যে সে তিনটি দোয়াই চেয়ে বসেছে।ছাদের নিচে বসে তার মানে দরিদ্র দূর হওয়া। মেঝছেলের বৌ তার মানে তিনটি ছেলের সন্তানের দোয়া স্বচক্ষে তার সামনে চোখ ভাল হওয়ার দোয়া।এত বুদ্ধিদীপ্ত সুন্দর হিকমতপূর্ন দোয়া তো লোকটির মাথা থেকে বের হওয়ার কথা নয়।
লোকটি বললঃ হুজুর!আমি আপনার থেকে সময় চেয়ে মিয়ে আমার স্ত্রীর সাথে পরামর্শ করলে সে আমার এই বুদ্ধি দেয়। মুসা(আঃ)মুচকি হাসলেন।এবং আল্লাহার কাছে দোয়া করলেন।নবীর দোয়ার বরকতে তার সব চাওয়া পূর্ন হলো।
শিক্ষাঃহিকমত আল্লাহা পাকের নিয়ামত,হিকমত দ্বারা কঠিন কাজ সহজ হয়ে যায়।পাষানহৃদয়ে ঝড় তোলে।হিকমতে বন্ধ দরজা খুলে যায়।তাই নবীদের হিকমতের মাধ্যমে দাওয়াত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।আসুন আমরা হিকমত অবলম্বন করি।ভয়কে জয় করি।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।