হিতে বিপরীত

বাবা মা প্রতিজ্ঞা করলো তাদের ছেলেকে কোন খারাপ কিছু শেখাবে না।যখন ছেলে বড় হল।তাকে বিদ্যালয়ে ভর্তি করে দেওয়া হল।ভর্তি হবার কিছুদিন পর সে বিদ্যালয়ে পড়া শিখে না যাওয়ায় শিক্ষক বললো,বেটা!পড়া শিখে আসোনি কেন?হারামজাদা।
ছেলে বাসায় গিয়ে বাবাকে বলে,বাবা,হারামজাদা মানে কি?
বাবা উত্তরে বললেন,হারামজাদা মানে মেহমান।
আরেকদিন ছেলে এক শিক্ষককে অন্য এক ছাত্রকে পড়া না পারার কারণে বলতে শুনলো,আরে তোর মাথাটা একেবারে ডাস্টবিন।তাই ছেলে বাবাকে জিজ্ঞেস করল,বাবা,ডাস্টবিন মানে কি?
বাবা বলল,ডাস্টবিন মানে সোফা।আরেক দিন ছেলে কোথাও যাওয়ার পথে এক লোককে বলতে শুনে যে,শয়তান তুই জাহান্নামে জাবি।বাসায় এসে ছেলে বাবা কে জিজ্ঞেস করলো,বাবা শয়তান জাহান্নাম মানে কি?
বাবা উত্তর দিল,শয়তান মানে পিতামাতা আর জাহান্নাম মানে মার্কেট।
একদিন বাবা,মা,উভয়ে মার্কেটে গেছে।হঠাৎ বাসায় মেহমান এসে হাজির।তখন ছেলে মেহমানদের উদ্দেশ্য করে বলে,আসেন হারামজাদা ডাস্টবিনে বসেন।শয়তানেরা জাহান্নামে গেছে।
শিক্ষাঃসত্যকে লোকালে হিতে বিপরীত হয়।মিথ্যা দিয়ে সত্য ঢাকা যায় না।এতে ক্ষতি হয়,লাভ হয় না।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!