তুফান

এক ছেলে দুই দিন হাবত ক্লাসে অনুপস্থিত।দুই দিন পরে ক্লাসে উপস্থিত হলে শিক্ষক রাগান্বিত হয়ে জিজ্ঞেস করলেন এই ছেলে?দুই দিন কোথায় ছিলে?স্কুলে আসনি কেন?
ছাত্রঃস্যার বেয়াদবী মাফ করবেন।আমাদের বাড়িতে তুফান আসছিল।শিক্ষক বলল,মিথ্যা কথা শিখছো কোথায়?পিটিয়ে পিঠের চামড়া তুলে দেব।দুই দিন ধরে আবহাওয়া শুষ্ক,কোথাও বৃষ্টি হয়নি।তোমাদের বাড়িতে তুফান আসলো কেমন করে?
ছাত্রঃস্যার আপনি ভুল বুঝেছেন,ঐ তুফান তো না।আমার মামাতো ভাই তুফান আসছিল।অনেক দিন পর আমাদের বাড়িতে বেড়াতে এসেছে।তাকে নিয়ে একটু এদিক সেদিক ঘুরা ফেরা করলাম।নাম তুফান শুনে তো সবাই অবাক।তুফান কি মানুষের নাম হয়।
আফসোসঃপশ্চিমাদের কবলে পড়ে মসুলমান এতটাই দেওলিয়া হয়ে গেছে,এখন ঝড় তুফান,বৃষ্টি,বন্যা আপদ বিপদ,ডলার,রিয়াল,দিনার,ইত্যাদি নাম রাখাটা আধুনিক যুগে অস্বাভাবিক কিছু নয়।অথচ ইসলামি নামের উসিলায় জান্নাত পাওয়া যাবে বলে হাদিসে বর্নিত আছে।
কিন্তু সুকৌশলে ওই সম্বলতুকুও আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে।

দুঃখিত!