নির্বোধ

এক লোক ডাক্তারের নিকট শরীরের দুর্বলতার কথা বলতে ডাক্তার তাকে একটা দুর্বলতা কাটানোর জন্য একটা সিরাপ

দিলেন,এবং ফাইলের উপর সাদা কাগজ দিয়ে দাগ করে খতে বললেন।লোকটা রোজ ফাইলের উপর সাদা কাগজ গুলো এক

দাগ করে খেতে লাগলো,এভাবে সব সাদা কগজ খেয়ে সাবার।কিছুদিন পরে ডাক্তারের নিকট গিয়ে বলল,ডাক্তার সাহেব দাগ তো সব খেয়েছি।

কিন্তু দুর্বলতা তো এখনো কাটেনি।রোগীর কথায় ডাক্তারের সন্দেহ হলো।

ডাক্তারঃফাইল টা নিয়ে আসুন।ডাক্তার ফাইলটা হাতে নিয়ে দেখে,সুবাহানল্লাহ,ফাইলের ঔষধ ফাইলে আছে,উপরের কাগজ হাওয়া।

উপরের কাগজ কোথায়?

রোগীর উত্তরঃকেন স্যার,আপনি না এক দাগ করে খেতে বললেন,আরে বোকা আমি তো ঔষধ খেতে বলেছি দাগ খেতে বলিনি।

শিক্ষাঃনির্বুদ্ধিতা কত নিচে নামলে এই আচারণ করতে পারে।সমাজে এই সব নির্বোধ লোকের অভাব নেই।মুসলমানদের মধ্যেও

দ্বীনের ব্যাপারে ওই রকম বহু নির্বোধ পাওয়া যায়,যাদের উপরে ইসলামের রঙ আছে অন্তরে ইসলাম নেই।

দুঃখিত!