হযরত ছোলায়মান (আঃ) এর নবুয়াতী পরীক্ষা-পর্ব ৩
হযরত ছোলায়মান (আঃ) এর নবুয়াতী পরীক্ষা-পর্ব ২
শাহান শাহের চেহরার ন্যায় এ ব্যক্তিকে লোকেরা জিজ্ঞেস করল, তুমি কে? হযরত ছোলায়মান (আঃ) বললেন, আমি আল্লাহর নবী এবং সিংহাসনের শাহান শাহ, হযরত দাউদ এর পুত্র ছোলায়মান। হযরত ছোলায়মান (আঃ) এর উক্তি শুনে প্রহরী ও নিরাপত্তা বাহিনী তাকে ধরে জেলখানায় নিতে বলল, লোকটি আমার ন্যায় চেহারার বটে। তবে সিংহাসনের দাবিদার হওয়ার জন্য অতিরিক্ত বাড়াবাড়ি। এজন্য সে শাস্তি যোগ্য তবে তাঁর মানসিক ক্রুটি থাকতে পারে অথবা কোন মানুষের উসকানিতে সে কথাগুলো বলেছে তাই তাকে বন্দি না করে ছেড়ে দাও। এবং রাজধানীর এলাকার বাইরে দিয়ে আস।
সে যেন আর কোন দিন এ এলাকায় এসে ভুয়া নবী বলে দাবি না করতে পারে। শাহান শাহের এহেন মন্তব্য শুনে সকলে জিন্দাবাদ ধ্বনি তুলে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হল। সকলে বলাবলি করল আমাদের শাহেন শাহ কত উদার মহৎ তিনি এমন এক বিরাট অপরাধিকে ক্ষমা করে দিলেন, যা তুলনা বিহীন। কোন রাজা বাদশা এতটা ধৈর্য্য ধারণ করতে সম্মত হতে পারে না। সে , মর্মে আমাদের শাহান শাহের চরিত্র পৃথিবীর বুকে ইতিহাস যোগ্য। শকরা জীন আংটি চুরি করে শাহান শাহের সিংহাসন অধিকার করেছে বটে কিন্তু সে জানে না হযরত ছোলায়মান (আঃ) এর নবুয়তী সে চুরি করতে পারি নি।
তাই হযরত ছোলায়মান (আঃ) এর প্রতি কঠোর নির্দেশ দিতে তাঁর সাহস হয় নি। সহজ সরল ভাবে তাকে শহরের বাইরে পাঠিয়ে দিয়েছে। শকরা জীন একথাও ভাল ভাবে জানে যে, হযরত ছোলায়মান (আঃ) এর সিংহাসন এভাবে প্রহসনের মাধ্যমে বেশি দিন আকড়ে রাখা যাবে না। একদিন না একদিন এর সঠিক সরূপ উদঘাঁটিত হয়ে যাবে। তাই হযরত ছোলায়মান (আঃ) এর প্রতি সে প্রকারান্ত্রে সম্মান প্রদর্শন করে বিদায় করেছে। শকরার মনে ভীতি না থাকলে সে অবশই হযরত ছোলায়মান (আঃ) কে হত্যা করার পরিকল্পনা নিত। হযরত ছোলায়মান (আঃ) অবস্থা পরিস্থিত দেখে নিজে খুবই অসহায় ভাবলেন এবং আল্লাহ তায়ালার মর্জি ছাড়া কিছুই হয়না। এ কথার প্রতি আস্থা রেখে তিনি আর কোন বাক্য ব্যয় না করে প্রহরীদের সাথে রওয়ানা করলেন। পথিমধ্যে প্রহরীরা অনেক মন্তব্য করল। হযরত ছোলায়মান (আঃ) কোন কথার উত্তর দিলেন না। নিরবে পথ চলতে আরম্ভ করলেন। প্রহরীদের মধ্যে দু’জন বৃদ্ধ ছিল। তারা বলল, আমরা একটি ভুল পথে অগ্রসর হচ্ছি নাকি জানি না। কারণ যিনি বর্তমান শাহান শাহ হিসাবে সিংহাসনে আছেন তাঁর কথাবার্তা ও চাল-চলন কেমন যেন আমাদের নিকট কিছুটা ব্যতিক্রম বলে মনে হল। তিনি গতদিন তাঁর সম্মুখস্ত বহু পদস্ত পুরুষ কর্মকর্তাকে সরিয়ে দিয়ে সেখানে বাইজি জাতীয় মহিলাদের কে মনোনীত করেছেন। দ্বিতীয়ত দু’দিন যাবত শাহান শাহ অন্দর- মহলে গমন করছেন না।