হলদে ঝুঁটি মোরগটি

রাশিয়ার লোককাহিনিতে ভালুক সর্বদাই মাথামোটা,খরগোশ,ভিরু,সবার কাছেই সে সন্ত্রস্ত, আর শেয়াল ধূর্ত।এক বনের ধারে ছোট্ট কুটিরে বেড়াল।মোরগ ছানা আর পাখি মিলে মিশে থাকত।একদিন বিড়াল আর পাখি কাঠ আনতে জাবে।তারা মোরগ ছানা কে বলল,শেয়াল এলে দরজা খুলবে না,উঁকি দিস না জানালা দিয়ে।এক দিন বনে কাঠ আনতে গেল বেড়াল আর পাখি।আর শেয়াল চুপি চুপি সেখানে গান ধরল,হলদে ঝুঁটি,মোরগটির চিকনপানা গা,জানালা দিয়ে মিখ বাড়িয়ে মোরগ দানা খা।গান শুনে মটরদানা খাবার সাধ হলো মোরগ ছানার।বেড়াল পাখি কথা না শুনে মোরগ ছানা দরজাখুলল।
শেয়াল অমনি তাকে ধরে নিয়ে গেল নিজের গর্তে।
মোরগ ছানা চিৎকার করে বলে,ধরেছে মোরে শেয়াল,ঘন বনের আড়ালে,খরনদীর ওপারে,উঁচু,উঁচু পাহাড়ে।মোরগ ছানার চিৎকার শুনে বেড়াল আর পাখি ছুটে এসে শেয়ালের কবল থেকে উদ্ধার করল তাকে।
এবারের মতো বেঁচে গেল মোরগছানা।
আরেকদিন বনে যাবে বেড়াল আর পাখি,তারা মোরগ ছানা কে বলে,এবার যাব অনেক দূরে,জানালা দিয়ে মুখ বাড়াস না।তোর ডাক কানে আসবে না।
ওরা যেতেই শেয়াল হাজির।চুপি চুপি জানালার ধারে এসে সে গান ধরল, হলদে ঝুঁটি,মোরগটির চিকনপানা গা,জানালা দিয়ে মিখ বাড়িয়ে মোরগ দানা খা।মোরগ ছানা কিন্তু চুপ করে বসে থাকে।
চতুর শেয়াল তখন অন্য গান ধরল,ছেলেরা সব পালিয়ে গেছে ছড়িয়ে গমের দানারে মুরগিরা তা শব ঠুকরে খাই দেয় না মোরগ ছানারে।জানালা খুলে মোরগ ছানা বলল,দেবে না মানে?শেয়াল অমনি তাকে ধরে নিয়ে গেল তার গর্তে।খুব ভয় পেল মোরগ ছানা। চিৎকার করল,ধরেছে মোরে শেয়ালে,ঘন বনের আড়ালে,খরনদীর ওপারে, উঁচু উঁচু পাহাড়ে।এবার ও তার ডাক কানে গেল বেড়াল আর পাখির।ছুটে গিয়ে শেয়েলের কাছ থেকে মোরগ ছানা করে ছিনিয়ে আনল।কয়েক দিন পর তারা এবার বনে যাবে।পাখি আর বেড়াল।মোরগ ছানা কে বলল,এবার যাব অনেক দূরে,তোর ডাক কানে আসবে না,জানালা খুলিস না।বলে চলে গেল।
শেয়াল এবার জানেলার কাছে এসে গান ধরল,লোকে শব পালিয়ে গেছে ছড়িয়ে গমের দানা রে,মুরগিরা তা ঠুকরে খায়,দেয় না মোরগ ছানারে।ভারি অভিমান হোল মোরগ ছানার দেয় না মানে?ফের তাকে ধরে নিয়েগেল শেয়াল।
ঘরে ফিরল বেড়াল আর পাখি।দেখে,মোরগ ছানা নেই।বন্ধু কে উদ্ধার করতে তারা ছুটে গেল বনে।বাজনা নিয়ে গান ধরল বেড়াল।
টুংটাং-টুংটাং গায়
সোনার তার দোতরায়
শেয়াল ভায়া কি আছে কি ঘরে
গুটিসুটি তার কোঠরে?
গর্ত থকে বেরিয়ে এল শেয়াল।বেড়াল আর পাখি তাকে আচ্ছা করে ঠুকরাল।
মোরগ ছানা তার পর থেকে আর কখনো সেই ভুল করেনি।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!