গাধার মৃত দেহে প্রাণ

হযরত শোয়াবী (রহঃ) বলেন, একবার মুসলিম মুজাহিদরা (জিহাদে রওয়ানা হল) পথে এক মুজাহিদের গাধা মারা গেল।

পরে সহযাত্রীরা তাকে নিজেদের সওয়ারীতে নিতে চাইলে তিনি তাদের প্রস্তাব প্রত্যাখান করলেন, অতঃপর তিনি ওযূ করে দুরাক’আত নামায আদায়ের পর আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, হে পরওয়াদিরগারে আলম! আমি তোমার পথে জিহাদ করতে রওয়ানা দিয়েছি এবং তোমার সন্তুষ্টি অর্জনই আমার লক্ষ্য। আর আমি এ কথা বিশ্বাস করি যে তুমিই মৃতকে জীবিত কর এবং কবরবাসীকে জীবিত করে পুনরায় উঠাবে।

আমি তোমার নিকট আরজ করছি যে, তুমি আমার মৃত গাধাকে জীবিত করে দাও।

দোয়া শেষে তিনি উঠে গাধাকে নাড়া দেওয়ার সাথে সাথে সে দেহ ঝাড়া দিয়ে উঠে দাড়াল।

অতঃপর তিনি তাতে সওয়ার হয়ে সাথীদের সাথে মিলিত হলেন। তারা অবাক হয়ে মৃত গাধা সম্পর্কে প্রশ্ন করলে তিনি বললেন, তোমরা চলে আসার পর আমি আল্লাহ পাকের দরবারে গাধার প্রাণ ভিক্ষা চেয়ে দোয়া করলাম। আল্লাহ পাক সাথে সাথে আমার মৃত গাধাকে জীবিত করে দিলেন।

বর্ণনাকারী বলেন, পরবর্তীতে আমি স্বয়ং সেই গাধাকে এক স্থানে বিক্রয় হতে দেখেছি।

আমার কতিপয় সাথী সেখানে এই কথা বলল, যে এই গাধাটি অমুক বুজুর্গের এবং এটি একবার মৃত্যুবরণ করার পর  পুনারায় জীবিত হয়েছে। লোকেরা তাদেরকে উপহাস করে বলল, গাধা একবার মৃত্যুবরণ করার পর আবার কখনো  জীবিত হয়? আমরা অনর্থক এক বুজুর্গের নামে মিথ্যা ঘটনা বলে বেড়াচ্ছি।

পরে সকলকে সেই বুজুর্গের নিকট উপস্থিত করা হল এবং জিজ্ঞেস করা হল যে, আপনি যে বলেছেন আপনার গাধা মৃত্যুবরণ করার পর পূনরায় জীবিত হয়েছে। এরা ঐ ঘটনা  বিশ্বাস করছে না। কিন্তু বুজুর্গ এই সংবাদটাকে অবাক করে দিয়ে বললেন, আমি কবে এই কথা বলেছি? এবার সকলে  হেসে উঠে বলল, যে আমরা পূর্বেই বলেছি, তারা আপনার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। একথা বলে তারা চলে গেল।

এবার তারা সেই সংবাদ বুজুর্গকে জিজ্ঞেস করল। হে আবূ ওমর! আপনি কি আমাদের নিকট ঐ ঘটনা বর্ণনা করেননি? তিনি উত্তর দিলেন তোমাদের উপর বড় আক্ষেপ যে, তোমরা   মুরগীর বাজারে উঠ বিক্রি করতে গিয়েছিলে।

Written By

More From Author

You May Also Like

অপু ও ফলচুরি রহস্য

মহানগরের কোলাহলের মাঝে, ব্যস্ত জনপথের কিছুটা দূরে একফালি সবুজ ল্যান্ডস্কেপ । সদ্য গড়ে ওঠা আবাসন…

ভালুক ও কাঠবিড়ালী

কবি কাজী নজরুল ইসলামের ‘খুকি ও কাঠবিড়ালী’ কবিতাটি কম-বেশি সবাই পড়েছে। এ কবিতাটির কারণেই ছোট্ট…

গাজা দিবস

শিশু-কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভাল ও সুস্থ আছো। তোমরা…

গাধার মৃত দেহে প্রাণ

হযরত শোয়াবী (রহঃ) বলেন, একবার মুসলিম মুজাহিদরা (জিহাদে রওয়ানা হল) পথে এক মুজাহিদের গাধা মারা গেল।

পরে সহযাত্রীরা তাকে নিজেদের সওয়ারীতে নিতে চাইলে তিনি তাদের প্রস্তাব প্রত্যাখান করলেন, অতঃপর তিনি ওযূ করে দুরাক’আত নামায আদায়ের পর আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, হে পরওয়াদিরগারে আলম! আমি তোমার পথে জিহাদ করতে রওয়ানা দিয়েছি এবং তোমার সন্তুষ্টি অর্জনই আমার লক্ষ্য। আর আমি এ কথা বিশ্বাস করি যে তুমিই মৃতকে জীবিত কর এবং কবরবাসীকে জীবিত করে পুনরায় উঠাবে।

আমি তোমার নিকট আরজ করছি যে, তুমি আমার মৃত গাধাকে জীবিত করে দাও।

দোয়া শেষে তিনি উঠে গাধাকে নাড়া দেওয়ার সাথে সাথে সে দেহ ঝাড়া দিয়ে উঠে দাড়াল।

অতঃপর তিনি তাতে সওয়ার হয়ে সাথীদের সাথে মিলিত হলেন। তারা অবাক হয়ে মৃত গাধা সম্পর্কে প্রশ্ন করলে তিনি বললেন, তোমরা চলে আসার পর আমি আল্লাহ পাকের দরবারে গাধার প্রাণ ভিক্ষা চেয়ে দোয়া করলাম। আল্লাহ পাক সাথে সাথে আমার মৃত গাধাকে জীবিত করে দিলেন।

বর্ণনাকারী বলেন, পরবর্তীতে আমি স্বয়ং সেই গাধাকে এক স্থানে বিক্রয় হতে দেখেছি।

আমার কতিপয় সাথী সেখানে এই কথা বলল, যে এই গাধাটি অমুক বুজুর্গের এবং এটি একবার মৃত্যুবরণ করার পর  পুনারায় জীবিত হয়েছে। লোকেরা তাদেরকে উপহাস করে বলল, গাধা একবার মৃত্যুবরণ করার পর আবার কখনো  জীবিত হয়? আমরা অনর্থক এক বুজুর্গের নামে মিথ্যা ঘটনা বলে বেড়াচ্ছি।

পরে সকলকে সেই বুজুর্গের নিকট উপস্থিত করা হল এবং জিজ্ঞেস করা হল যে, আপনি যে বলেছেন আপনার গাধা মৃত্যুবরণ করার পর পূনরায় জীবিত হয়েছে। এরা ঐ ঘটনা  বিশ্বাস করছে না। কিন্তু বুজুর্গ এই সংবাদটাকে অবাক করে দিয়ে বললেন, আমি কবে এই কথা বলেছি? এবার সকলে  হেসে উঠে বলল, যে আমরা পূর্বেই বলেছি, তারা আপনার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। একথা বলে তারা চলে গেল।

এবার তারা সেই সংবাদ বুজুর্গকে জিজ্ঞেস করল। হে আবূ ওমর! আপনি কি আমাদের নিকট ঐ ঘটনা বর্ণনা করেননি? তিনি উত্তর দিলেন তোমাদের উপর বড় আক্ষেপ যে, তোমরা   মুরগীর বাজারে উঠ বিক্রি করতে গিয়েছিলে।

Written By

More From Author

You May Also Like

ড. মুহম্মদ শহীদুল্লাহ

ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রাচ্যের অন্যতম শ্রেষ্ঠ মনীষী, শিক্ষাবিদ, ভাষাবিদ, লেখক, গবেষক ও সমাজ সংস্কারক।…

অপু ও ফলচুরি রহস্য

মহানগরের কোলাহলের মাঝে, ব্যস্ত জনপথের কিছুটা দূরে একফালি সবুজ ল্যান্ডস্কেপ । সদ্য গড়ে ওঠা আবাসন…

মাতৃভক্তি

রংধনু আসরের শিশু-কিশোর বন্ধুরা, তোমরা নিশ্চয়ই কবি কালিদাস রায় তার ‘মাতৃভক্তি’ কবিতাটি পড়েছো। এ কবিতায়…