এক ধনি কৃষকের গল্প আছে।একবার তাকে এই প্রস্তাব দেওয়া হল যে,সে একদিন যতদূর পর্যন্ত হেঁটে সূর্যাস্তের আগে শুরুর যায়গায় ফিরে আসতে পারবে ততটা জমি তাকে দেওয়া হবে।পরের দিন কৃষক খুব ভোরে হাঁটতে শুরু করল।কারণ যতটা দুর সে যেতে পারবে ততটা জমি তাকে দেওয়া হবে। ক্লান্তি সত্বেও সে সমস্ত দুপুর হাঁটল কারণ অনেক জমি পাবার এই সুযোগ সে হারাতে চাইছিল না।একে বার শেষ বেলায় তার মনে হল,জমি পাওয়ার জন্য তাকে যাত্রা শুরুর যায়গায় সূর্যাস্থের আগে ফিরে আসতে হবে।কিন্তু তার লোভ তাকে অনেক দূর পর্যন্ত তাড়া করে নিয়েগিয়েছিল।ফেরার পথে সূর্যের দিকে চোখ রেখে সে শেষ পর্যন্ত দৌড়াতে শুরু করল।ক্লান্ত হয়ে সে হাঁপিয়ে উঠল।কিন্তু তবুও সে নিজেকে তাড়না করে নিয়ে গেল জমির লোভে।শেষ পর্যন্ত যখন যে শুরুর যায়গায় পৌছল তখন তার দেহও সহ্যের শেষ সিমায় এসে পৌছেছে এবং সূর্যও অস্তাচলমুখী।এই স্থানে এসে সে ক্লান্তিতে লুটিয়ে পড়ল অল্পক্ষণের মধ্যে সে মারা গেল।অনেকটা জমি পেয়েছিল বটে কিন্তু কবরের জন্য জায়গাটুকু ছাড়া বাকি জমি তার ভোগে আসল না।
উপদেশঃএই গল্পে অনেক সত্য আছে এবং আছে শিক্ষানীয় বিষয়।যে কোন লোভী লোকের শেষ পরিণাম এমনই হয়।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।