ভাগ্য কাদের সাহায্য করে

একটা ছোট শহর যখন বন্যাকবলিত হল এবং প্রত্যেকেই নিরাপদ যায়গায় যেতে শুরু করল,তখন একজন লোক কোথাও যেতে রাজি হল না।সে বলল,ভগবান তাকে বাঁচাবে আমার ভগবানের বিশ্বাস আছে।”জল আরও বাড়তে একটি জিপ এসে তাকে উধার করতে চাইল কিন্তু লোকটি যেতে রাজি হল না। সে আবার বলল,আমি ভগবানের বিশ্বাস করি,আমার ভগবাণ আছে,জল যখন আরও বাড়ল তখন সে বাড়ির দোতালায় উঠল,একটি নৌকা এসে তাকে সাহায্য করতে চাইল,কিন্তু তার একই কথা,ভগবান আমাকে বাঁচাবে,জল আরও বাড়তে সে ছাদে উপর উঠে গেল।তখন একটি হেলিকপ্টার এসে তাকে উদ্ধার করতে  চাইল।কিন্তু তখনও লোকটা বলল,আমার ভগবানের বিশ্বাস আছে,জল আরও বাড়তে জলের স্রোতে সে ডুবে মারাগেল।তার পর ঈশ্বরের কাছে পৌঁছানোর পর সে কাতর স্বরে ঈশ্বরকে জিজ্ঞাসা করল,তোমার উপর আমি সম্পর্ন্য বিশ্বাস করেছিলাম,তুমি আমার প্রার্থনা অগ্রহ্য করে আমার ডুবে মরতে দিলে কেন?ঈশ্বর জবাব দিলেন,তোমাকে বাঁচানোর জন্য জীপ,নৌকা,হেলিকপ্টার কে পাঠিয়েছিল।

উপদেশঃঅদৃষ্টবাদি মনোভাবকে জয় করার জন্য কার্যকারণে প্রাকৃতিক নিয়মে বিশ্বাস করা দরকার এবং দায়িত্বগ্রহণের যোগ্যতা থাকা দরকার।জীবনে কোন কাজ সম্পর্ন্য   করতে হলে দরকার কর্মকুশলতা,প্রস্তুতি এবং পরিকল্পনা।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!