¤ ভুতুড়ে বাড়ি ¤

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যান ডিয়েগোতে অবস্থিত Whaley House যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভৌতিক বাড়ি হিসেবে কুখ্যাতি পেয়েছ …!!
১৮৫৭ সালে থমাস হোয়েলি যে জমিতে বাড়িটি নির্মাণ করেন তা ছিল অংশত একটি সমাধিহ্মেত্র ! পরবর্তীতে বাড়িটিতে কিছু ভৌতিক কর্মকান্ড সংঘটিত হয় যার ফলে এর কুখ্যাতি আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে……
যে ভৌতিক কর্মকান্ডগুলো এই বাড়িটিকে কুখ্যাত করে তুলেছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো –
১/ একটি ৮-৯ বছরের মেয়ের আত্না এই বাড়িটিতে দেখা যায় যে কিনা দূর্ঘটনাবশত ফাঁসিতে ঝুলে মারা গিয়েছিল ..!!
২/ ইয়ানকি জিম রবিনসন নামে এক চোরকে মাথায় মুগুর দ্বারা আঘাত করে হত্যা করা হয় ….
বিভিন্ন সময়ে এই পুরোনো বাড়িটির বিভিন্ন জায়গায় তার আত্নাকে দেখা গিয়েছে বলে জানা যায় ! সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার এই যে , জিম রবিনসনকে হত্যা করার এক বছরের ভিতরে বাড়িটির সকল সদস্যই কোন না কোন দূর্ঘটনায় প্রাণ হারান ..!!
৩/ থমাস হোয়েলির কন্যা যার মাথার চুল ছিল আগুনের মত লাল মাঝে মাঝেই আবির্ভূত হয় যাকে অনেকেই জীবন্ত ভেবে ভুল করেছে ….!!
৪/ কিছু সাহসী ব্যক্তি বাড়িটিতে প্রবেশ করে এর ভৌতিক কর্মকান্ডগুলো ভুল প্রমাণিত করতে চেয়েছিলেন …!
কিন্তু পরবর্তীতে তারা স্বীকার করেছেন যে বাড়িটি সত্যিই ভুতুড়ে ! এরকমই এক সাহসী তরুণ গ্যরি ক্রিস্টান এই বাড়িটিতে এক রাত কাটানোর উদ্দেশ্যে বাড়িটিতে প্রবেশ করেছিলেন ….
কিন্তু এক ঘন্টার মধ্যেই সে বাড়িটি থেকে হন্তদন্ত হয়ে বের হয়ে আসে ॥ তার চেহারা ছিল ফ্যাকাসে ॥ যে সাহস নিয়ে সে বাড়িটিতে ঢুকেছিল তার বিন্দুমাত্র অবশিষ্ট ছিল না !! এর কিছুদিন পরই গ্যরি গলায় দড়ি দিয়ে আত্নহত্যা করে ॥ সেই রাতে সে কি দেখে ঐরকম হন্তদন্ত হয়ে বাড়ি থেকে বেড় হয়ে এসেছিল এবং কেনই বা সে আত্নহত্যা করেছিল তা আজও রহস্যই রয়ে গেছে ….!!
৫/ অনেক পথচারি গভীর রাতে ঐ বাড়ির জানালায় আলো দেখতে পেয়েছেন …!! প্রশ্ন হচ্ছে ঐ বাড়িটিতে কেউ যদি বসবাস নাই করে তাহলে আলো আসে কোথা থেকে …!!

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!