যারা ভূত বিশ্বাস করেন না এই লেখাটি তাদের জন্য নয় ! আমাদের নানুবাড়ী হবিগঞ্জের মোশাজান গ্রামে । এই গ্রামে একটি আধা পাক গ্রামের সবার মতে ওই বাড়িটায় সমস্যা আছে ! ঐ বাড়িটিতে দিনের বেলায় গেলেও গা ছমছম করে ! ওই বাড়ির উঠানে গেলেই চারদিকের পরিবেশ অনেক নিরব হয়ে যায় ! বাড়িটার বিবরণ দেই, দুইটা বাড়ি পাশাপাশি, সামনে উঠান, বাড়িটার পিছন দিকে একটা পুকুর এবং পুকুর ঘিরে ঝোপঝাড় । এই বাড়িতে একজন খুব ধার্মিক মানুষ থাকতেন উনার স্ত্রীসহ । উনাদের ছেলে মেয়ে শহরে থাকত। উনি মারা যাওয়ার পর ওদের বাড়িতে একটা বিরাট বড় সাপ দেখা যেত। সাপটা কারো হ্মতি করত না । সাপটি ওই বাড়িটা এবং উনার স্ত্রীকে পাহারা দিত । প্রত্যেক রাতের বেলা সাপটা ঘরের এক কোনায় থাকত । একবার উনার এক ছেলে আসে শহর থেকে । এসে না বুঝে উনি সাপটাকে মেরে মাথা আলাদা করে ফেলে তারপর থেকে ওই মহিলা আর উনার ছেলে পাগল হয়ে যায় । ডাক্তার বলেছেন উনাদের ব্রেনে এফেক্ট হয়েছে । মহিলাটা প্রায় রাতে চিৎকার দিয়ে উঠতেন “দেউ আসছে, দেউ আসছে পুকুরে যা… মাফ চা”… মাঝে মাঝে কাজের মহিলা রাতে ঘরের বাইরে আওয়াজ পেত কে মোটা গলায় বলত “ভাত দে”… ! একবার ওই বাড়ির সব সদস্য স্বপ্ন দেখে বাড়ির পেছনের পুকুরটাতে একটা মাথা পানির নিচে ডুব দিচ্ছে ।আর সবাইকে বলছে যে “সাব এইটা আমার ওস্তাদের বাড়ি আমাকে তাড়াতে ওস্তাদ বলে গেছেন এই বাড়ির দেখাশোনা করে রাখতে”. বাড়িটার পুকুর শেওলায় ভরা থাকত । কেউ ভয়ে যেত না ! একবার ওই বাড়ির কাজের মহিলার ছেলে ওই পুকুরে নামে । পরে ও চিৎকার দেয়, ছেলেটা প্রায় ডুবে যাচ্ছিল তখন ওকে উঠানো হয় টেনে হিঁচড়ে । যারা টেনে তুলেছে ওদের মতে ছেলেটাকে অন্যদ থেকে কে যেন টানছিল ! ছেলেটার পায়ে শিকল (গ্রামের ভাষায় জিঞ্জিল) এর দাগ পাওয়া যায় ! … পুকুরটা পরিষ্কার করানো হয়, ঠিক পরদিন দেখা যায় শেওলা যেমন ছিল তেমনই আছে ! ….. একবার এক লোক ওই বাড়ির ভেতর দিয়ে আসছিল রাতে । সে রাস্তা কমানোর জন্য এই বাড়ির ভেতর ঢোকে । সে পুকুর ক্রস করে যেই দুই বাড়ির মাঝখানে এসেছে, সে দেখে প্রকাণ্ড এক কালো লোক ওকে জাপটিয়ে ধরেছে। লোকটা মাটিতে পরে গড় কিন্তু ওর মুখ থেকে কথা বের হচ্ছিল না । হঠাৎ ওই বাড়ির কাজের মহিলা রান্না করতে গি মাঝখানে লোকটা একা যেন কারোর সাথে লড়াই করছে ! কাজের মহিলা চিৎকার দেয়, মানুষ ওকে ধরে । ধরার পর ওর হুঁশ আসে, সে ওই পুকুরের কালো লোকটার কথা খুলে বলে । সবাইভাবে লোকটা পাগ । পরে লোকটা ওই রাতেই রক্ত বমি করে মারা যায়! বর্তমানে বাড়িটি পরিহিত অবস্থায় রয়েছে ! কেউ ভুলেও ঐ বাড়িমুখি হয় না…..!
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।