হযরত যায়িদ (রাঃ) -৮পর্ব -পড়তে এখানে ক্লিক করুন
হযরত যায়িদ (রাঃ)-এর মধ্যে এ আমানদারীর পূর্ণ বিকাশ ঘটেছিল। তাই রাষ্ট্রের অর্থ বিষয়ক অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব বিভিন্ন সময় তাঁর ওপর অর্পিত হয়েছে।
হযরত রাসূলুল্লাহ (সা)-এর সময়কালে যে গনিমতের মাল আসতো, তার বেশীর ভাগ তিনি নিজ হাতে বন্টন করতেন। এটি নির্দেশ করে যে, এই কাজের গুরুত্ব কতখানি ছিল।
হযরত উমার (রাঃ)-এর খিলাফতকালে ইযারমুকের যুদ্ধ অতি প্রসিদ্ধ ও গুরুত্বপূর্ণ। এ যুদ্ধে প্রাপ্ত গনিমতের বিপুল পরিমাণ সম্পদ বন্টনের দায়িত্ব খলিফা হযরত উমার (রাঃ) হযরত যায়িদ (রাঃ)-এর ওপর অর্পণ করেছিলেন।
তাছাড়া, খলীফা উমার (রাঃ) যখন সাহাবাদের ভাতা নির্ধারণ করতেন, তখন আনসারদের ভাতা বন্টনের দায়িত্বও হযরত জায়িদ (রাঃ)-এর ওপর দেন। তিনি আয়ালী গোত্র থেকে শুরু করে, পরে যাথাক্রমে আবদুল আশহাল, আউস, খাজরাজ প্রভৃতি গোত্রে বন্টন করতেন এবং সব শেষে নিজের ভাতা গ্রহণ করতেন।
হযরত যায়িদ (রাঃ) ছিলেন খলীফার দরবারের অতি ঘনিষ্ঠজন। হযরত উমারের (রাঃ)-নিকটতম ব্যক্তিদের মধ্যে তাঁর স্থান ছিল শীর্ষে। খলীফা উসমান (রাঃ)-এর নিকটও তিনি বিশ্বাসভাজন ছিলেন।
খিলাফতের শেষ দিকে, যখন চতুর্দিকে বিদ্রোহ ও অশান্তি ধূমায়িত হয়ে ওঠে, তখনও যায়িদ (রাঃ) ছিলেন খলীফার পক্ষে। সেই হাঙ্গামা ও বিশৃঙ্খলার মধ্যে একদিন তিনি আনসারদের সম্বোধন করে বলেন—
“ওহে আনসার সম্প্রদায়! তোমরা আরও একবার আল্লাহর আনসার হও।”
দুঃখের বিষয়, হযরত যায়িদ (রাঃ)-মত ব্যক্তিরা সেই দিন ইতিহাসের সেই চরম ট্রাজেডী রুখতে পারেননি।
এই ব্যর্থতার কারণও ছিল। কিছু সাহাবায়ে কিরাম (রাঃ) হযরত উসমান (রাঃ)-এর প্রতি সেইদিন ক্ষুদ্ধ হয়ে পড়েছিলেন। তাঁদের মধ্যে হযরত আবু আইউব আল-আনসারী (রাঃ)-এর মত বিশিষ্ট সাহাবীও ছিলেন। তিনি হযরত যায়িদ (রাঃ)-এর কথার প্রতিবাদ করে বললেন—
“উসমানের সাহায্যের জন্য তুমি মানুষকে এজন্য উৎসাহিত করছ যে, তিনি তোমাকে বহু দাস দিয়েছেন।”
হযরত যায়িদ (রাঃ) -১০পর্ব -পড়তে এখানে ক্লিক করুন
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
 
					