হযরত যায়িদ (রাঃ) -৬পর্ব

হযরত যায়িদ (রাঃ) -৫পর্ব -পড়তে এখানে ক্লিক করুন

ইসলামী হুকুমাতের একটি অতি মর্যাদাপূর্ণ দফতর হলো বিচার বা কাজী। প্রসিদ্ধ মতে, এ দফতরটি সৃষ্টি হয় হযরত ফারুক আজমের খিলাফতকালে।

রাসূলুল্লাহ (সাঃ) ও হযরত আবু বকর (রাঃ)-এর আমলে পৃথকভাবে এ দফতরটি ছিল না। খলীফা হযরত উমার (রাঃ) এ দফতরটির সূচনা করেন এবং হযরত যায়িদ ইবন সাবিতকে (রাঃ) মদীনায় কাজী হিসেবে নিয়োগ করেন।

তাবাকাত ইবনে সা’দ ও আথবারুল কুজাত গ্রন্থে উল্লেখ আছে—

“উমার (রাঃ) যায়িদকে কাজী হিসেবে নিয়োগ করেন এবং তাঁর ভাতা নির্ধারণ করেন।”

তখনও বিচারকের জন্য পৃথক আদালত বা ভবন নির্মাণ হয়নি। হযরত যায়িদ (রাঃ)-এর বাড়িই ছিল দারুল কাজা বা বিচারলয়। ঘরের মেঝেতে ফরাশ বিছানো থাকতো এবং তিনি তার ওপর মাঝখানে বসতেন।

রাজধানী মদিনা এবং তার আশেপাশের যাবতীয় মামলা-মোকদ্দামা হযরত যায়িদ (রাঃ)-এর এজলাসে উপস্থিত হতো। এমনকি তৎকালীন খলীফা হযরত উমার (রাঃ)-এর বিরুদ্ধেও এখানে মামলা দায়ের হয়েছিল এবং তার বিচারও চলেছিল।

ইমাম শা’বী বর্ণনা করেছেন—

একবার খলীফা হযরত উমার (রাঃ) ও হযরত উবাই ইবন কা’ব (রাঃ)-এর মধ্যে একটি বিবাদ দেখা দিল। হযরত যায়িদ (রাঃ)-এর এজলাসে মামলা পেশ হলে, বিবাদী হিসাবে খলীফা উমার (রাঃ) আদালতে হাজির হন।

আধুনিক যুগে যেমন আদালতে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানের জন্য বিশেষ চেয়ার রাখা হয়, হযরত যায়িদ (রাঃ) খলীফাকে নিচের আসনের পাশে বসার ব্যবস্থা করেন। কিন্তু ইসলাম যে সাম্য ও মসাতার বিধান স্থাপন করেছিল, সাহাবায়ে কিরাম (রাঃ) তা অত্যন্ত কঠোরভাবে মেনে চলতেন।

বিশেষত হযরত উমার (রাঃ) এই ব্যাপারে কোনো আপোষ মানতেন না। তিনি বিচারক হযরত যায়িদ (রাঃ)-এর এ আচরণে ক্ষুদ্ধ হয়ে বললেন,
— “এ হলো আপনার প্রথম অবিচার। আমাকে আমার প্রতিপক্ষের সঙ্গে বসা উচিত।”

এরপর বাদী ও বিবাদী উভয়ে আদালতের সামনে একসাথে বসেন।

মামলার শুনানি শুরু হলো। হযরত উবাই (রাঃ) ছিলেন বাদী। তিনি একটি বিষয় দাবী করছিলেন; পক্ষান্তরে হযরত উমার (রাঃ) তা অস্বীকার করলেন।

হযরত যায়িদ (রাঃ) -৭পর্ব -পড়তে এখানে ক্লিক করুন

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!