হযরত ছোলায়মান (আঃ) এর বিবাহ-৭ম পর্ব

হযরত ছোলায়মান (আঃ) এর বিবাহ-৬ষ্ঠ পর্ব পড়তে এখানে ক্লিক করুন

রাণী বিলকিস ছফরের প্রস্তুতি নিতে আরম্ভ করেন। তাঁর  সিংহাসন সাত মহলের মধ্যে রেখে সাতটি দরজায় তালা লাগিয়ে দিলেন। তিনি একশত দাস দাসী ও অংখ্যক সৈন্য নিয়ে যাত্রা করলেন। রাণী রওয়ানা করার খবর মূহূর্তের মধ্যে বাতাস শাহান শাহের নিকট পৌঁছে দিল। শাহান শাহ রাজ দরবার পরিপাটি করার আদেশ দিলেন। ইতোপূর্বে শাহান শাহের দরবারে কতিপয় পরশ্রীকাতর জীনেরা এসে খবর দিল যে, রাণী  বিলকিস মানুষ নয় জীন জাতের এক প্রাণী, তাঁর পায়ের গোড়ালি থেকে উপরে পশমে পরিপূর্ণ।

এটাই তাঁর জীন জাতির প্রাণী হওয়ার প্রমাণ। এ ছাড়া সে হাবা টাইপের বুদ্ধি খুবই কম। হযরত ছোলায়মান (আঃ) এ বিষয় দূটি পরীক্ষা করার জন্য তিনি তছার সিংহাসনের সম্মুখে একটি খোলা নহর তৈরি করলেন।  যেটাতে পানি সর্বদা প্রবাহিত হতে থাকত। তিনি এ প্রবাহিত নহরের উপর বিরাট এক খণ্ড আয়না রেখে দিলেন।  সাধারণ ভাবে দৃষ্টি করলে আয়নার আবারণটি দেখা যায় না।  এটার উপর দিয়ে রাণীর আগমনের আয়োজন করলেন। 

শাহান শাহের রাণীর আগমনের ব্যাপার আর একটি সমস্যা দেখা দিল। রাণী বিলকিস এক রাজ্যের বাদশা।  তিনি যখন হযরত ছোলায়মান (আঃ) এর দরবারে আসছেন তখন তাঁর জন্য একটি মর্যাদাবান আসন প্রয়োজন, কিন্তু শাহান শাহের দরবারে তাঁর নিজস্ব সিংহাসন ছাড়া অনরুপ মর্যাদাবান অন্য কোন আসন ছিল না।  তাই এই বিষয় নিয়ে সকলে চিন্তিত হয়ে পড়ল হযরত ছোলায়মান (আঃ) কে অবগত করল।  হযরত ছোলায়মান (আঃ) তখন বললেন, রাণী বিলকিসের যে নিজস্ব সিংহাসনটি আছে সেটিকে তোমরা নিয়ে আস।  উক্ত সিংহাসনেই তাকে উপবেশন করান হবে। হযরত ছোলায়মান (আঃ) এর আদেশ ক্রমে জীনেরা এসে বলল, হুজুর ! আপনার হুকুম পেলে আমরা কয়েক ঘণ্টার মধ্যে রাণীর সিংহাসন এখানে হাজির করতে পারব।  হযরত ছোলায়মান (আঃ) বললেন, অতটা সময় দেওয়া সম্ভব নয়। এর মধ্যেই রাণী বিলকিস এখানে এসে যাবে।  ইফ্রিদ নামক এক শক্তিশালী জীন এসে বলল, হুজুর! আমি এক ঘণ্টার মধ্যে নিয়ে আসতে পারি। 

হযরত ছোলায়মান (আঃ)  বললেন অত সময় দেওয়া সম্ভব নয়। তখন হযরত ছোলায়মান (আঃ) প্রধান মন্ত্রী যিনি আধ্যাত্মিক বিদ্যায় যথেষ্ঠ জ্ঞান অর্জন করেছিলেন।  তিনি বললেন,হুজুর আপনার আদেশ হলে আমি চক্ষের নিমিষে সিংহাসন হাজির করে দিতে পারি। তখন হযরত ছোলায়মান (আঃ) প্রধান মন্ত্রী আসফকে  সিংহাসন হাজির করার নির্দেশ দিলেন। 

হযরত ছোলায়মান (আঃ) এর বিবাহ-৮ম পর্ব পড়তে এখানে ক্লিক করুন

You may also like...

দুঃখিত, কপি করবেন না।