হামিংবার্ড খুব ছোট পাখি, এক আউন্সের দশ ভাগের এক ভাগ ওজন। কিন্তু দেহ এত নমনীয় যে
সে খুব জটিল ভাবে প্রতি সেকেন্ডে ৭৫ বার পাখা সঞ্চালন করতে পারে। ফলে হামিংবার্ড ফুলের উপরে
উড়ে উড়ে মধু পান করতে পারে কিন্তু সোজা আকাশে উড়তে, বাতাসে ভেসে কিংবা লাফিয়ে লাফিয়ে
মাটির উপর বেড়াতে পারে না। ৩০০ পাউন্ড ওজনের উটপাখি পাখিদের মধ্য বৃহতম; কিন্তু উড়তে পারে না।
কিন্তু এদের পা এত শক্ত যে ঘন্টায় ৫০০ মাইল
বেগে দৌড়াতে পারে; এক পদক্ষেপে ১২ থেকে ১৫ ফুট যায়।
উপদেশ :হামিংবার ও উটপাখির মত আমাদের সকলের কোন না কোন বিষয়ে দক্ষতা আছে। সেই দক্ষতা কে আর
উন্নত করে জীবন সংগ্রামের জন্য প্রস্তুত করা।
গল্পটি পাঠিয়েছেন সাতক্ষীরা থেকে
—-হরষিত সরকার
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।