অনুস্বার বিসর্গ

এক জনের দুই জামাই।বড় জামাই সংস্কত পড়িয়া পণ্ডিত!

ছোট জামাই মোটেই লেখাপড়া যানে না।তাই বড় জামাই যখন শ্বশুর বাড়িতে আসে,সে তখন আসে না।

সেবার পূজার সময় শ্বশুর ভাবিলেন,দুই জামাই একত্র করিয়া ভালোমতো খাওয়াই।তাছাড়া তাদের দু,জনের তো আলাপ পরিচয় থাকা উচিত।কিন্তু বড় জামাইর কথা শুনিলে ছোট জামাই আসিবে না।তাই বড় জামাইয়ের কথা গোপন করিয়া সে ছোট জামাইকে দাওয়াত করলো।

ছোট জামাই শ্বশুর বাড়িতে আসিয়া শুনিল বড় যামাই আসিয়াছে।হায়!হায়!কি করিয়া সে বড় জামাইয়ের সাথে কথা বলিবে!সে শুনিয়াছে বড় জামাই সংস্কৃত ছাড়া কথাই বলে না।বড় জামাই তখন বাড়ির সামনে আসিয়া পড়িয়াছে,শালা-শালীদের মুখে একই খবর শুনিয়া ছোট জামাই ভয়ে খাটের তলায় যাইয়া লুকাইয়া রহিল।

বড় জামাই আসিয়া শালা-শালী সঙ্গে সংস্কৃত কথা বলিতে লাগিল।শালা-শালী দুই এক কথাই সংস্কৃতেই তাহার উত্তর দিতেছে।সংস্কৃত ভাষার প্রাই প্রতি শব্দে একটা অনুস্বর বা বিসর্গ থাকে।বড় জামাইয়ের মুখে সংস্কৃত শুনিয়া সে ভাবিল,অনুস্বর বিসর্গ দিলেই যদি সংস্কৃত হয় তবে সে খাটের তলায় বসিয়া আছে কেন?সে খাটের তলা হইতে বলিয়া উঠিল-“অনুস্বরং যদিং সংস্কৃতং হং,

তবে কেনং ছোটং জামাইয়ং তলেং রং?”

শুনিয়া শালা-শালীরা তাহাকে খাটের তলা হইতে উঠাইয়া আনিল।ছোট জামাইয়ের সংস্কৃত শুনিয়া বড় জামাই মৃদু হাসিল।

 

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!