এক কৃষক এক রুটি ওয়ালাকে এক কেজি মাখন বিক্রি করেছিল। একদিন রুটি ওয়ালা মাখন ওজন
করে দেখল যে সেটি এক কেজি কম।
রেগে গিয়ে সে চাষীর নামে কোটে নালিশ করল। জজ কৃষককে জিঙ্ঘেস করল সে কোন দাড়িপাল্লা
ব্যাবহার করেছে কিনা। কৃষক জবাব দিল হুজুর আমি পুরানো দিনের লোক,
আমার দাড়িপাল্লা নেই, কিন্তু আমার একটা ওজন যন্ত্র আছে। জজ জিঙ্ঘেস করল, তা হলে তুমি মাখন মাপলে কী করে? কৃষক
জবাব দিল হুজুর আমার কাছ থেকে মাখন নেওয়ার আগে থেকেই আমি রুটি ওয়ালার কাছ থেকে এক
কেজি রুটি নেই। রুটি ওয়ালা রুটি আনলে আমি দাড়িপাল্লার এক�
পাশে রুটি চাপিয়ে অন্যদিকে মাখন চাপাই এবং রুটির পরিমান মত মাখন দেই। যদি কম ওজনের
জন্য কেউ দায়ী হয় তবে রুটি ওয়ালাই দায়ী।
–নীতি বাক্য= অপরকে যা দেই আমরা জীবনে তাই পাই !!
–গল্পটি পাঠিয়েছেন সাতক্ষীরা থেকে—”হরষিত সরকার”
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।