বিশ্ববিখ্যাত লোকমান হাকিমের কথা-৮ম পর্ব

বিশ্ববিখ্যাত লোকমান হাকিমের কথা-৭ম পর্ব পড়তে এখানে ক্লিক করুন

একদিন পরে স্বামী স্ত্রী পরামর্শ করে দেশবাসি ও হিতাকাঙ্ক্ষীদের জন্য এক ভোজ সভার আয়োজন করল।  মানুষ তাদের দাওয়াত পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে হাজির হল। উক্ত ভোজ সভায়  লোকমান তনয় তাঁর পিতার উপদেশবলী আলোচনা করল এবং আল্লাহ রাসুলের আইন অনুসারে জীবন যাপনের দাওয়াত দিল।  সকলে সমবেতভাবে তাঁর নিকট অঙ্গীকার করল। তারা কোন দিন ধর্মচ্যুত হবে না। 

এরপরে লোকমান তনয় তাঁর পিতার পাওনাদারের নিকট যেতে চাইল। বৃদ্ধ বললেন, এখন আর আমার প্রয়োজন আছে কি? লোকমান তনয় বলল, চাচা! আপনাকে ছাড়া আমি এক পা অগ্রসর হব না। আপনি আমার জীবন রক্ষা করেছে পথিমধ্যে আরো কত বিপদ আছে জানি না। অতএব আমাকে আমার পিতার নিকট পৌঁছে দিয়ে আপনি বিদায় হবেন। এর পূর্বে আমি আপনাকে যেতে দিব না। এর পরে স্ত্রীকে বলে, তারা পথ চলতে আরম্ভ করলেন একদিন পথ চলার পরে তারা নির্দিষ্ঠ যায়গায় পৌঁছে গেলেন। সেখানে গিয়ে তাঁরা স্থানীয় লোকের নিকট উছামের নাম ধরে তাঁর বাড়ির পরিচয় জানতে চাইলেন। মানুষেরা তাদের কে বলল,  আপনারা ভাল মানুষের ন্যায় টাকার দাবি ছেড়ে দিয়ে দেশে চলে যান। সে একটি খুনি মানুষ। সে একবার টাকা নিলে ফেরত দেয় না। যদি কেউ টাকার তাগেদায় আসে তাহলে তাকে কৌশলে হত্যা করে।  সে এক পশু প্রকৃতির মানুষ।

লোকমান তনয় এ সমস্ত কথা শুনে বৃদ্ধার দিকে তাকাল। বৃদ্ধা বলল, আমরা আল্লাহার উপর ভরসা করে আমরা তাঁর বাড়িতে যাব। আল্লাহ যদি আমাদের হায়াত রাখেন তবে আমাদের কিছুই করতে পারবে না। আল্লাহর রহমত থাকলে আমরা টাকা উদ্ধার করে বাড়ী ফিরে যাব। চল আমরা উছামের বাড়িতে যাই। উভয়ে যখন উছামের বাড়িতে পৌঁছল তখন উছাম এসে তাদের পরিচয় জিজ্ঞাসা করল। তখন তাঁরা তাদের পরিচয় দিল তখন সে বলল, আপানাদের অথিতি হিসাবে পেয়ে খুবই খুশি হয়েছি।  আমি কিছু দিন থেকে লোকমান হাকিমের টাকা টা পৌঁছে দেব বলে চিন্তা করছি। কিন্তু সুযোগের অভাবে তা আর হয়ে উঠেনি।  এখন আপনার এসে পড়েছেন খুব ভাল হয়েছেন। এবার আমি সহজে দেনা মুক্ত হতে হক্ষম হব। আপনারা আজ গরিব খানায় থাকেন। আগামি দিন আপনাদের বিদায় দেব। লোকমান তনয় পিতার আদেশে সেখানে থাকতে রাজি হল না। তখন বৃদ্ধা বলল, উছাম ভাই আমাদের যে ভাবে ধরেছে তাতে তাঁর আবদার উপেক্ষা কর ঠিক হবে না। আজকে আমরা এখানে থাকব। বৃদ্ধার কথার উপরে কোন কথা না বলে লোকমান তনয় ওখানে থাকতে রাজি হল।   

বিশ্ববিখ্যাত লোকমান হাকিমের কথা-নবম পর্ব পড়তে এখানে ক্লিক করুন

You may also like...

দুঃখিত, কপি করবেন না।