বিশ্ববিখ্যাত লোকমান হাকিমের কথা-৪র্থ পর্ব

বিশ্ববিখ্যাত লোকমান হাকিমের কথা-৩য় পর্ব পড়তে এখানে ক্লিক করুন

কোন ক্রমে যেন ভুল না হয়। যদি কোথাও ভুল হয় তাহলে ভীষণ বিপদের সম্মুখীন হবে। যাও বাছা আল্লাহ তোমাকে হেফাজত করুক।

লোকমান হাকিমের ছেলে পিতার উপদেশ ভাল ভাবে রপ্ত করে ছফরে বের হলেন। 

পূর্ব দিক যেতে যেতে ময়দান দেখতে পেল। ময়দানের পাশে একটি শিতল পানির  কূপ ও তাঁর পাশে গাছ দেখতে পেলেন। কূপের নিকট গিয়ে স্বচ্ছ পানি দেখে তা পান করতে ইচ্ছে হল এবং গাছের নিরব ছায়ায় কিছুটা বিশ্রাম নিতে মনে চাইল। তখনই পিতার উপদেশ মনে পড়ায় সে আর সেখানে বিলম্ব না করে একটু দূরে সরে যেতেই একটি গাছের নিচে একজন সুদর্শন বৃদ্ধকে দেখতে পেল। ছেলে বৃদ্ধর নিকট গিয়ে তাকে ছালাম দিয়ে, নিজের পরিচয় প্রদান করলেন। তখন বৃদ্ধ তাকে কাছে বসিয়ে ঠান্ডা পানি ও সুস্বাদু ফল খেতে দিলেন এবং তাকে খুবই আদর করলেন। অতপর ছেলেকে নিয়ে বৃদ্ধ কূপের নিকট যেতেই গাছের নিচে এক গর্ত থেকে বিষাক্ত সাপ উঠে এসে লোকমান তনয়কে আক্রমণ করল। এমন সময়  বৃদ্ধ  এক ধারাল অস্ত্র নিয়ে সাপটাকে দ্বিখণ্ডিত করে ফেললেন, তখন লোকমান তনয় জিজ্ঞাসা করল চাচা জান আপনি কি সাপের খবর পূর্বে থেকে জানতেন? বৃদ্ধ বললেন, হ্যাঁ।  আল্লাহ আমাকে পূর্বে জানিয়ে দিয়েছেন। এ সাপটি দীর্ঘ দিন যাবৎ এখানে থাকে। সে বিরাট ভাগ্যবান ব্যক্তিদের দংশন করে মৃত্যুর কোলে পৌঁছেয়ে দেয়। সাধারণ অজ্ঞ মানুষকে সে কখনই আক্রমন করে না।

লোকমান তনয় এর পরে কূপের পানি দেখে বলল, চাচা মিয়া এ কূপের পানি কি সুন্দর। মনে চায় এখানে একটু পানি পান করি। বৃদ্ধ বললেন, খবর দার এই পানিতে সর্প বিষ মিশ্রিত রয়েছে। যারা এ পানি একবার পান করেছে তারা কেউ বেঁচে থাকে নি।

লোকমান তনয় বেশ কিছু সময় সেখানে কাটিয়ে বৃদ্ধের নিকট সম্মুখে যাত্রার আদেশ প্রার্থনা করল।  বৃদ্ধ বললেন যদি তুমি আমাকে সঙ্গে নিতে আপত্তি না কর তবে আমি  তোমার সঙ্গে যেতে পারি।  লোকমান হাকিমের ছেলে তখন পিতার নছিহত মনে পড়ল, তখন সে বলল, আপনি যদি আগ্রহ করেন তবে আমার সাথে চলুন। আমি তাতে খুব আনন্দ পাব এবং আমি বিপদ থেকে নিরাপদ থাকব। এই বলে উভয়ে একত্রে রওয়ানা করলেন। দীর্ঘ পথ চলার পর তারা এমন এক এলাকায় এসে পৌঁছালেন যেখানে লোকমান হাকিমের বিরাট পরিচিত ছিল। স্থানীয় লোকেরা লোকমান হাকিমের ছেলের আগমনে  ভারী সন্তুষ্ট হল। তারা তাদের বিরাট ভাবে আপ্যায়ন করল। থাকার সুন্দর ব্যাবস্থা করে দিল। ছেলে ও বৃদ্ধা বেশ আরামে সেখানে কয়েকদিন  বেড়ালেন। ইতোমধ্যে একজন লোক এসে লোকমান হাকিমের ছেলের নিকট বলল, আপনার পিতার সাথে আমার গভির বন্ধুত্ব। আমি দীর্ঘ দিন যাবত তাঁর মঙ্গল লাভ করেছি। তিনি যে জ্ঞান বিজ্ঞানের আল্লাহ তালার খাস রহমত লাভ করেছেন, তাঁর অসংখ্য নজির প্রত্যক্ষ করেছি। এজন্য আমি তাকে ক্ষনিকের জন্য ভুলতে পারি না। 

বিশ্ববিখ্যাত লোকমান হাকিমের কথা- ৫ম পর্ব পড়তে এখানে ক্লিক করুন

You may also like...

দুঃখিত, কপি করবেন না।