হযরত রাফে ইবনে খাদিজ (রাঃ)এর ঘটনা

ইয়াহইয়া ইবনে আবদুল হামিদের দাদী বর্ণনা করেন যে, হযরত রাফে ইবনে খাদিজ (রাঃ)এর বুকে তীর বিদ্ধ হইল। বর্ণনাকারী আমর ইবনে মারযূক বলেন, আমার উস্তাদ ওহুদের যুদ্ধের দিন, না হুনাইনের যুদ্ধের দিন বলিয়াছিলেন তাহা আমার স্মরণ নাই।

হযরত রাফে (রাঃ) রাসূল (সাঃ) খেদমতে উপস্থিত হইয়া বলিলেন, ইয়া রাসূলাল্লাহ, আমার তীর বাহির করিয়া দিন। তিনি বলিলেন, হে রাফে, যদি চাও তীর ও ফলক উভয়টাই বাহির করিয়া দিব এবং কিয়ামতের দিন আমি তোমার শাহাদাতের সাক্ষ্য দিব। হযরত রাফে (রাঃ) বলিলেন, ইয়া রাসূলাল্লাহ, ফলক রাখিয়া শুধু তীর বাহির করিয়া দিন এবং কিয়ামতের দিন আপনি সাক্ষ্য দিন যে, আমি শহীদ হইয়াছি। রাসূল (সাঃ) তাহাই করিলেন।

হযরত রাফে ইবনে খাদিজ (রাঃ) ইহার পর বহুদিন জীবিত ছিলেন। হযরত মুয়াবিয়া (রাঃ) এর খেলাফাত আমলে পুনরায় তাহার সেই যখম তাজা হয় এবং তিনি আসরের নামাজের পর ইন্তেকাল করেন।

অপর এক রেওয়াতে আছে যে, তাহার ইন্তেকাল হযরত মুয়াবিয়া (রাঃ) এর খেলাফাত আমলের পরে হইয়াছে, আর ইহাই সঠিক। এসাবাহ গ্রন্থে উভয় রেওয়াতের মধ্যে সামজ্ঞস্যতা রক্ষার্থে বলা হইয়াছে যে, সম্ভবত যখম তাজা হইবার দীর্ঘদিন পর তাহার ইন্তেকাল হইয়াছে। এই বিষয়ে আরো হাদিস সবরের অধ্যায়ে আসিতেছে।

হযরত রাফে ইবনে খাদিজ (রাঃ)এর ঘটনা

ইয়াহইয়া ইবনে আবদুল হামিদের দাদী বর্ণনা করেন যে, হযরত রাফে ইবনে খাদিজ (রাঃ)এর বুকে তীর বিদ্ধ হইল। বর্ণনাকারী আমর ইবনে মারযূক বলেন, আমার উস্তাদ ওহুদের যুদ্ধের দিন, না হুনাইনের যুদ্ধের দিন বলিয়াছিলেন তাহা আমার স্মরণ নাই।

হযরত রাফে (রাঃ) রাসূল (সাঃ) খেদমতে উপস্থিত হইয়া বলিলেন, ইয়া রাসূলাল্লাহ, আমার তীর বাহির করিয়া দিন। তিনি বলিলেন, হে রাফে, যদি চাও তীর ও ফলক উভয়টাই বাহির করিয়া দিব এবং কিয়ামতের দিন আমি তোমার শাহাদাতের সাক্ষ্য দিব। হযরত রাফে (রাঃ) বলিলেন, ইয়া রাসূলাল্লাহ, ফলক রাখিয়া শুধু তীর বাহির করিয়া দিন এবং কিয়ামতের দিন আপনি সাক্ষ্য দিন যে, আমি শহীদ হইয়াছি। রাসূল (সাঃ) তাহাই করিলেন।

হযরত রাফে ইবনে খাদিজ (রাঃ) ইহার পর বহুদিন জীবিত ছিলেন। হযরত মুয়াবিয়া (রাঃ) এর খেলাফাত আমলে পুনরায় তাহার সেই যখম তাজা হয় এবং তিনি আসরের নামাজের পর ইন্তেকাল করেন।

অপর এক রেওয়াতে আছে যে, তাহার ইন্তেকাল হযরত মুয়াবিয়া (রাঃ) এর খেলাফাত আমলের পরে হইয়াছে, আর ইহাই সঠিক। এসাবাহ গ্রন্থে উভয় রেওয়াতের মধ্যে সামজ্ঞস্যতা রক্ষার্থে বলা হইয়াছে যে, সম্ভবত যখম তাজা হইবার দীর্ঘদিন পর তাহার ইন্তেকাল হইয়াছে। এই বিষয়ে আরো হাদিস সবরের অধ্যায়ে আসিতেছে।

আরো পড়তে পারেন...

খৃষ্টান মহিলার প্রেমে পাগল হওয়ার ঘটনা

বুজুর্গ ব্যক্তি বললেন, একদা আমি হযরত হাসান বসরী (রহঃ) এর দরবারে বসেছিলাম। এমন সময় আমাদের…

এক বুজুর্গের কসমের উছিলায়

হযরত আবূ আব্দুল্লাহ কাররাশী (রাঃ) বলেন, একবার মুশরিক সৈন্যরা স্পেন শহরে প্রবেশ করে বিনা যুদ্ধে…

স্বপ্ন যোগে রাসূলের দিদার।

ইমাম কাফেলায় হাবীবের ঈমানী চেতনার প্রকাশ্য শক্তি যেন কয়েকগুণ বাড়াল। ইমাম হোসাইন (রাঃ) গভীর রাতে…