কথার পালক !!

এক কৃষক তার প্রতিবেশী সম্পকে নিন্দামন্দ করেছিল। ভুল বুঝতে পেরে সে এক ধর্ম উপদেষ্টার কাছে ক্ষমা চাইবার জন্য গেল।
ধর্ম উপদেষ্টা তাকে একবস্তা পালক নিয়ে গিয়ে শহরের মাখখানে ঢেলে দিয়ে আসতে বললেন। কৃষক কথামত কাজ করল।
তারপর ধর্ম উপদেষ্টা কৃষককে শহরের মাঝখানে গিয়ে পালকগুলি পুনরায় বস্তায় ভরে আনতে বললেন। কৃষক চেষ্টা করল কিন্তু
দেখা গেল সব পালক হাওয়ায় উড়ে চারিদিকে ছড়িয়ে গেছে। খালি বসতা নিয়ে জখন কৃষক ফিরে এল, তখন ধর্ম উপদেষ্টা
তাকে বললেন, তোমার কথা গুলো এ পালকের মতো। তুমি সহজেই বলে ফেলেছ, কিন্তু তারপরে, আর ফিরিয়ে নিতে পারবে না।
সুতরাং “সতর্কতার সঙ্গে বাক্য ব্যবহার করবে।”

গল্পটি পাঠিয়েছেন হরষিত সরকার, সাতক্ষীরা থেকে।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!