হযরত আদম (আঃ)-এর প্রথম অপরাধ -৪র্থ পর্ব

হযরত আদম (আঃ)-এর প্রথম অপরাধ -৩য় পর্ব পড়তে এখানে ক্লিক করুন

হযরত আদম (আঃ) আল্লাহ তায়ালার আদেশ লঙ্ঘনের ভয়ে সিংহাসনকে হুকুম দিলেন এখান থেকে অন্যত্র চল। সিংহাসন অতিদ্রুত হাজার হাজার মাইল দূরত্বে চলে গেল বিবি হাওয়া এবং গন্ধম ফল তাঁর পিছনে পিছনে চলে গেল । হযরত আদম (আঃ) বললেন। দেখ বিবি হাওয়া! তুমি আল্লাহ্‌র নির্দেশকে ভয় কর। এর বিরোধীতা করলে আমরা চির দিনের জন্য নাফারমান হিসেবে শাস্তি ভোগ করব।

 বিবি হাওয়া বললেন, তুমি সঠিক ঘটনা অনুধাবন করতে সক্ষম হওনি। বেহেস্তের প্রহরী মিথ্যাবাদী হতে পারে না, সে আল্লাহ তায়ালার নামে কছম করে যা কিছু বলেছে তা আদৌ ভুয়া হতে পারে না। অতএব তুমি আমার কথা বিশ্বাস কর এবং ফলটি ভক্ষণ কর। হযরত আদম (আঃ) বললেন, হ্যাঁ যদি আল্লাহ আমাদের জন্য পৃথিবীতে নির্বাসন পছন্দ করেন তবে তাই সানন্দে মেনে নেব। তবুও তাঁর আদেশের বিরোধিতা করতে পারব না।

বিবি হাওয়া হযরত আদম (আঃ)-এর নিকট কোন রূপ প্রশ্রয় না পেয়ে, সাপের নিকট চলে গেলেন এবং সাপের নিকট হযরত আদম (আঃ)-এর মন্তব্য জানালেন। তখন সাপ বলল, আপনি নরম দেলের মানুষ। আপনি পৃথিবীতে গিয়ে হযরত আদম (আঃ) এর ন্যায় কষ্ট সহ্য করতে পারবেন না। অতএব এ ব্যাপারে আপনার অধিক তৎপর হওয়া উচিত। না হয় আপনাকেই অধিক কষ্ট ভোগ করতে হবে।

 তাই আপনি বেহেস্তের মধ্যে রক্ষিত এক জায়গায় নেশাজাতীয় শরাব আছে। সেটা এনে প্রথমে হযরত আদম (আঃ) কে পান করান। আদম এটা পান করার পরে যখন কিছুটা নেশাগ্রস্থ অচেতন হবেন। তখন আপনি তাঁর মুখে ফল তুলে দিবেন। এটাই সহজ পথ। এ পথে আপনার উদ্দেশ্য সফল হবে।

বিবি হাওয়া সাপের পরামর্শ অনুসারে বেহেস্তের সেই নির্দিষ্ট স্থানে গিয়ে শরাব সংগ্রহ করলেন এবং অতি গোপনে তা এনে হযরত আদম (আঃ)-এর অজান্তে তাঁকে পান করালেন। তিনি শরাব পান করার পরে যখন কিছুটা অচেতন হলেন তখন বিবি হাওয়া তাঁর মুখে ফল তুলে দিলেন এবং নিজেও একটি ফল ভক্ষণ করলেন। হযরত আদম (আঃ) যখন ফল দুটি গিলে ফেললেন, তখন তিনি সিংহসন থেকে ছিটকে পড়লেন।

মাথার তাজ ও শরীরের পরিচ্ছেদ খুলে পড়ে গেল। বিবি হাওয়া ও উলঙ্গ হয়ে গেলেন। তাঁরা উভয়ে দিশেহারা হয়ে গেলেন। তাড়াতাড়ি গাছের পাতা দ্বারা লজ্জাস্থান ঢেকে কিংকর্তব্যবিমুঢ় হয়ে দাঁড়িয়ে রইলেন। এমনকি তাঁদের নূরানি চেহারা বিগড়ে গেল। শরীরের উজ্জ্বলতা ম্লান হয়ে গেল।

সূত্রঃ কুরআনের শ্রেষ্ঠ কাহিনী

হযরত আদম (আঃ)-এর প্রথম অপরাধ -৫ম পর্ব পড়তে এখানে ক্লিক করুন

You may also like...

দুঃখিত, কপি করবেন না।