চাচা আর ভাজতে সন্ধ্যাবেলায় দুইজনে আলাপ- সলাপ করিটেছে।
ভাজতেঃ চাচা!আজ বাজারে গিয়াছিলাম।
চাচাঃ যাবি না!তবে বাড়িতে বসিয়া থাকবি নাকি?
ভাজতেঃ একটা কুমড়া লইয়া গিয়াছিলাম।
চাচাঃনিবি নাকি ? খালি হাতে বাজারে যাবি নাকি?
ভাজতেঃ দাম জিজ্ঞাসা করিবে না তবে কা বিনা পয়সায় কুমড়া
লইবে?
ভাজতে :আমি আট আনা চাহিলাম।
চাচাঃআট আনা চাহিনা তবে মাগনা দিবি এত বড় কুমড়াটা?
ভাজতেঃ সে লোকটা দুই আনা বলিল।
চাচাঃবলিল না? এতটুকু কুমড়া তুমি আট আনা চাহিলেই সে
নিবে কেন?
ভাজতেঃ আমি বলিলাম বাপের পুষ্যি কুমড়া খাইছ কোনদিন?
চাচাঃ বেশ বলিয়াছিস। এত বড় কুমড়া বেটা দুই আনা মাত্ত দর করিল।
ভাজতেঃ এমন সয়ম এক টা পুলিশ আসিল।
চাচাঃ আসিবেনা? তুমি ভদ্রলোকের ছেলেকে বলিয়াছ,বাপের পুষ্যি কোনদিন কুমড়া খাইয়াছ? দেখ না কি হয়!
ভাজতেঃ পুলিশ আসিয়া কুমড়ার দাম জিজ্ঞাসা করিল।
চাচাঃদাম জিজ্ঞাসা করিবেনা?পুলিশ বলিয়া কুমড়াটা মাগনা লইবে না কি?
ভাজতেঃআমি কুমড়ার দাম আট আনা চাহিলাম।
চাচাঃ বেশ! বেশ!আমার ভাজতে!দাম চাহিবে না। পুলিশ দেখে
ডরাইবি ন!কি?
ভাজতেঃ পুলিশ দুই আনা দাম করিল।
চাচাঃ করিবে না? পুলিশ দেখিয়া তাহারা জিনিসের দাম দস্তুর জানে না? এত টুকু কুমড়া তাঁর দাম দুই আনার বেশি আর কত হইবে?
চাচাঃ বেশ বলিয়াছ! পুলিশ বলিয়া ডরাইবি কেন?বেটা আট আনার কুমড়োটা দুই আনায় লইতে চায়?
ভাজতেঃ তখন পুলিশ আমাকে ধরিয়া খুব মার দিল।
চাচাঃ দিবে না?যত বড় মুখ নয় তত বড় কথা? পুলিশের সঙ্গে বাহাদুরী?
ভাজতেঃ মারিতে মারিতে আমাকে থানায় লইইয়া গেল।
চাচাঃ থানায় লইয়া জাইবেন না?পুলিশকে তুমি অপমান করিয়াছ।
ভাজতেঃ সেখানে গেলে বড় দারোগা আসিল।
চাচাঃ আসব না? দেখ তোমার উপর আড়ও কি দুর্গতি হয়।
ভাজতেঃ বড় দারোগা আসিয়া আমাকে ছারিয়া দিল।
চাচাঃদিবেনা? তুমি রহিমুদ্দীর ভাইর বেটা ।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।