হযরত আদম (আঃ)-এর প্রথম অপরাধ -৩য় পর্ব

হযরত আদম (আঃ)-এর প্রথম অপরাধ -২য় পর্ব পড়তে এখানে ক্লিক করুন

বিবি হাওয়ার নারী সুলভ মন । শয়তানের উত্তপ্ত বক্তৃতায় তাঁর মন কিছটা আকৃষ্ট হল । তাই সে জিজ্ঞেস করল, তবে পৃথিবীর এ নির্বাসন থেকে মুক্তির কি কোন পথ আছে? শয়তান বলল, উত্তম পথ আছে, তবে তা গ্রহণ করবে কিনা জানি না । বিবি হাওয়া বলল, আমরা সেটা গ্রহণ করব । শয়তান বলল, ঐ যে স্বর্ণ ও রৌপ্যে খণ্ডিত গাছটি দেখছ ওটার দু একটা ফল খেতে পারলে তোমরা বেহেস্তের স্থায়ী বাসিন্দা হতে সক্ষম হবে।  কোন দিন আর পৃথিবীতে যেতে হবে না।  বেহেস্তের আরাম আয়েশ তোমাদের জন্য সর্বক্ষণ বাধ্যতামূলক হয়ে থাকবে । বিবি হাওয়া বললেন, ঐ গাছের ফল খেতে আল্লাহ তায়ালা বারণ করেছেন । অতএব এটা কিভাবে সম্ভব । শয়তান বলল, আল্লাহ তায়ালা দয়ার সাগর । তিনি অপরাধীর অপরাধ ক্ষমা করে থাকেন । এজন্য তাঁর এক নাম গফুর । তিনি তাঁর নামের মাহাত্ন্য বজায় রাখবেন বলে ওয়াদাও করেছেন । অতএব আল্লাহ তায়ালার করুণা প্রাপ্তির বিষয় কোন ভাবনার প্রয়োজন নেই ।

এখন আগের কাজ আগে করুন । তখন বিবি হাওয়া গাছের নিচে গিয়ে তিনটি ফল ছিঁড়ে হাতে নিলেন। অতপর তিনি একটি ফলের খোসা ছাড়িয়ে দেখলেন তাতে ফোঁটা ফোঁটা রক্ত দেখা যাচ্ছে । এ রক্ত সম্বন্ধে হযরত মায়াজ (রাঃ) বলেছেন, বিবি হাওয়ার হাতে গন্ধমে রক্ত দেখর অন্তর্নিহিত কারণ ছিল, সকল নারীর প্রতি মাসে একবার রক্ত দেখার (হায়েজ) সময় বাধ্যতামূলক করে দেয়া । এটা ছিল তাঁদের অপরাধের শাস্তি স্বরূপ ।

বিবি হাওয়া শয়তানের মায়াকান্নায় এতটা আকৃষ্ট হল যাতে তাঁর স্বাভাবিক বিবেক বুদ্ধি পর্যন্ত কিছু বিগড়ে গেল এবং আল্লাহ তায়ালার নিষেধ বাণী বিস্মরণ হল । তিনি ফলগুলো নিয়ে হযরত আদম (আঃ)-এর সিংহাসনের নিকট পৌঁছালেন । আদম (আঃ) তখন হাওয়াকে জিজ্ঞেস করলেন তোমাকে এতটা মলিন দেখাচ্ছে কেন এবং তোমার শরীরের সেই সুগন্ধিইবা কোথায় গেল? বিবি হাওয়া বললেন, আমি এক মহা বিপদজনক খবর নিয়ে তোমার কাছে এসেছি ।

আদম (আঃ) জিজ্ঞেস করলেন কি সে দুঃখবর? বিবি হাওয়া বললেন, বিবি হাওয়া বললেন, আল্লাহ তায়ালা নাকি আমাদেরকে অচিরে বেহেস্তে থেকে বের করে পৃথিবীতে নির্বাসন দেবেন । এমতবস্থায় পৃথিবীতে না গিয়ে বেহেস্তে চিরস্থায়ী বসবাসের এক পন্থা বেহেস্তের দারোয়ান সাপ আমাকে বলে দিয়েছে । সে বার বার কছম করে লওহে মাহফুজে রক্ষিত আল্লাহ তায়ালার ভবিষ্যৎ বানী উল্লেখ করে বিস্তারিত আমাকে বলেছে । এমন কি পৃথিবীর দুর্গম ও কঠিন জীবন যাপনের খতিয়ান আমাকে সবিস্তারে বলেছে।

আমি তখন এর প্রতিকার জানতে চাইলে সে ফলটি দেখিয়ে আমাকে বলেছে যদি এটা আমরা ভক্ষণ করি তাহলে বেহেস্তে চিরস্থায়ীভাবে থেকে যেতে পারব। হযরত আদম (আঃ) বিবি হাওয়ার কথা শুনে বললেন, এটা যে সে নিষিদ্ধ গাছের ফল যা ভক্ষণ করতে আল্লাহ তায়ালা বার বার নিষেধ করেছেন। অতএব এ বিষয় আমার নিকট দ্বিতীয়বার আর বলবে না। আমি কস্মিন কালেও আল্লাহ্‌র নির্দেশ অমান্য করে পথভ্রষ্ট হতে পারব না । তুমি ঐ ফল নিয়ে এখান থেকে চলে যাও ।

সূত্রঃ কুরআনের শ্রেষ্ঠ কাহিনী

হযরত আদম (আঃ)-এর প্রথম অপরাধ -৪র্থ পর্ব পড়তে এখানে ক্লিক করুন

You may also like...

দুঃখিত, কপি করবেন না।