এক চাষীর দুইটি গাধা ছিল । তাহারা একসঙ্গে মাটে চরিয়া খাইত ।মাঝে মাঝে একসঙ্গেই গান সাধিত । দুই জনের ভারি ভাব ।
অবস্থা খারাপ হইলে চাষী গাধা দুইটি বেচিতে হাটে লইয়া আসিল । একটি গাধা কিনিল এক ধোপা । অপরটি কিনিল এক সার্কাসয়ালা । সার্কাসয়ালা দল দেশে ফিরিয়া আসিল । ধোপার গাদার সঙ্গে সার্কাসের গাধার আবার দেখা হইল । এতদিন পরে দুইজনে দুইজনকে দেখিয়া ভারি খুশী । সার্কাসের গাধা ধোপার গাধাকে জিজ্ঞাসা করিল,কেমন আছ ভাই ? ধোপার গাধা বলিল, আরে ভাই!আমি ধোপার বাড়িতে বেশ সুখে আছি । দুবেলা জাব,খইল আর ইচ্ছামতো ঘাস খাই । ধোপার বাড়িতে বেশি কাজ নাই । সকালে কাপড়ের বোঝা লইয়া নদীর ঘাটে যাই । সেখানে বোঝো নামাইয়া দিয়া এখানে সেখানে ঘাস খাইয়া বেড়াই । আর মনের আনন্দে গান গাই । বিকাল হইলে কাপড়ের বোঝা পীঠে লইয়া বাড়ি ফিরি । তারপর মহাভোজ । দেখিতেছ না, আমার শরীর কেমন নাদুস নুদুস হইয়াছে । আচ্ছা ভাই তোমাকে এমন শুকনা দেখাইতেছে যে ?
সার্কাসের গাধা বলিল, “সেকথা আর জিজ্ঞাসা করিও না ভাই। সার্কাসের লোকেরা ভালমতো খাইতে দেয় না । তাহাদের যত মালপএ আমার পিটে
চাপাইয়া এদেশে সেদেশে যাইতে হয় । ভালমতো খাইতে পাই না । দিনে দিনে আমি কমজোর হইয়া পড়িতেছি । ধোপার গাদা বলিল,“ আচ্ছা ভাই ! তুমি এই সার্কেসের দল ছাড়িইয়া ধোপার বাড়িতে চলিয়া আসিলেই পার । এখানে কিছুদিন থাকিলে আমার মতোই তুমি খাইয়া দাইয়া নাদুসনুদুস হইবে ।”
সার্কেসের গাদা বলিল “কতবারই তো ভাবি তাহাই করিব ।কিন্তু একটি আশায় সার্কেস দল ছাড়িতে পারি না ।”
ধোপার গাধা জিজ্ঞাসা করিল “কি আশায় ভাই ?”
সার্কেসের গাধা উত্তর করিল “আমাদের সার্কেসওয়ালার মেয়েটি যখন দড়ির উপর উঠিয়া নাচিয়ে আরম্ভ করে তখন তখন সার্কেসওয়ালা মেয়েটি কে বলে “দেখ,যদি তুই দড়ির উপর হইতে পড়িয়া যাইবি এই গাদার সঙ্গে তোর বিবাহ দিব ।” সেই আশায় না খাইয়া নানা দুঃখকষ্ট সহিয়াও সার্কেসের দল ছাড়িয়া পারি না । কিন্তু ভাই ! এই এক বৎসরের মধ্যে একবারও সে দড়ি হইতে পড়িল না । যদি কোন সমাই মেয়েটা দড়ি হইতে পড়িয়ে যায় সেই আশায়ই সার্কেসের দল ছাড়িতে পারিতেছি না।”
এরুপ মিথ্যা আশার লোভে বোকা লোকেরা বহু নির্যাতন ও অসুবিধা সহ্য করে।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।