হযরত দাউদ (আঃ) এর পুত্রের দূরদর্শিতা-৩য় পর্ব

হযরত দাউদ (আঃ) এর পুত্রের দূরদর্শিতা-২য় পর্ব পড়তে এখানে ক্লিক করুন  

তিনি তখন বৃদ্ধাকে বললেন, বৃদ্ধা মা! আমি বাতাসের বিচার কিভাবে করব। বাতাস আমার অধিক নয়। তাকে  হাজির করা সম্ভব নয়। তাঁর চাইতে আমি আমার নিজের টাকা থেকে পাঁচ সের আটা দিচ্ছি। তুমি এটা দ্বারা রুটি করে মেহমানদের আপ্যায়ন কর। বৃদ্ধা এ কথায় রাজি হলে হযরত দাউদ (আঃ) তাকে পাঁচ সের আটা দিয়ে বিদায় করলেন। বৃদ্ধা খলিফার থেকে বিদায় নিয়ে যখন সম্মুখের দরজায় গিয়ে পৌঁছাল তখন শাহাজাদা ছোলায়মান এর সাথে তাঁর সাক্ষাৎ হল। হযরত ছোলায়মান বৃদ্ধা মহিলা কে দখে বললেন, কি হয়েছে বৃদ্ধা ? খলিফার দরবারে ভিক্ষা নিতে এসেছিলে বুঝি। বৃদ্ধা বলল, না বাবা! আমি আসছিলাম বাতাসের বীরুদ্ধে মামলা দায়ে করার উদ্দেশ্যে। কিন্তু খলিফা আমার অভিযোগ গ্রহন করলেন না। তিনি আমাকে কিছু আটা দিয়ে বিদায় করলেন।  

হযরত ছোলায়মান (আঃ) তখন ঘটনার বিবরণ জানতে চাইলেন। বৃদ্ধা তাকে তখন সম্পর্ণ ঘটনা খুলে বলল, তখন হযরত ছোলায়মান বললেন, তুমি পুনরায় খলিফার নিকট চলে যাও এবং বল খলিফা আমি আপনার নিকট এসেছি বিচারপ্রার্থী হয়ে ভিক্ষা নিতে আসি নি। 

অতএব আমি এ আটা নিব না। আপনি আমার অভিযোগের বিচার করুন।

বৃদ্ধা শাহজাদার কথা অনুসারে খলিফার নিকট গিয়ে নতুন করে তাঁর অভিযোগ পেশ করল। 

খলিফা তখন খুবই মুস্কিলে পড়লেন। তিনি বৃদ্ধা মহিলাকে দশ মণ আটা দিয়ে রাজি করলেন। বৃদ্ধা যখন আটার বস্তা বহনকারিদেরকে নিয়ে যখন পূর্বের স্থানে পৌঁছাল, তখন শাহাজাদা ছোলায়মান তাকে জিজ্ঞাসা করলেন, কি হে বৃদ্ধা! তোমার অভিযোগের বিচার পেয়েছ নাকি ভিক্ষা নিয়ে বাড়ি যাচ্ছ। তখন বৃদ্ধা খলিফার ব্যাবহারের কথা বলল, তখন হযরত ছোলায়মান বললেন, তুমি আরও অনেক কিছু পাবে। এজন্য তুমি পুনরায় খলিফার নিকট গিয়ে বাতাসের বিচার প্রার্থী হও। ভিক্ষা নিয়ে বিদায় হইও না। বৃদ্ধা দেখল খলিফার নিকট গিলে তাঁর সম্পদ বৃদ্ধি পায়। অতএব শাহাজাদার ন্যায় এক বিরাট ব্যক্তিত্বের কথায় সে আবার যাবে তাঁর ভয়ের কোন কারণ নেই। খলিফা রাগ করলে সে শাহাজাদার কথা বলবে, এ সমস্ত চিন্তা করে সে খলিফার নিকট গিয়ে বলল, হুজুর অভিযোগের বিচার না করে আমাকে ভিক্ষা বাড়িয়ে দিলেন, এতে কিয়ামতের দিন আপনি ন্যায় বিচারক বলে দাবি করতে পারবেন? আমি সে দিন কিন্তু বলব খলিফা আমার অভিযোগের বিচার করেন নাই। খলিফা বৃদ্ধার কথা শুনে বললেন, তোমাকে এ সমস্ত কে শিখিয়ে দিয়েছে? বৃদ্ধা বলল, শাহাজাদা ছোলায়মান  আমাকে সব কিছু বলে দিয়েছে।

হযরত দাউদ (আঃ) এর পুত্রের দূরদর্শিতা-৪র্থ পর্ব পড়তে এখানে ক্লিক করুন  

You may also like...

দুঃখিত, কপি করবেন না।