হযরত দাউদ (আঃ) এর পুত্রের দূরদর্শিতা-২য় পর্ব

হযরত দাউদ (আঃ) এর পুত্রের দূরদর্শিতা-১ম পর্ব পড়তে এখানে ক্লিক করুন

হযরত দাউদ (আঃ) তখন বললেন, তুমি কি মনে কর আমার বিচার ন্যায় সঙ্গত হয়নি? ছোলায়মান (আঃ) বললেন। ন্যায় সঙ্গত হয়েছে বটে তবে সূক্ষ্ম হয়নি। তখন হযরত দাউদ (আঃ) ছোলায়মান কে বললেন, আচ্চা বিচার টি যদি তোমার মত করে করতে, তাহলে কিভাবে করতে? ছোলায়মান (আঃ) বললেন, যদি আপনি আদেশ দেন তাহলে আমি বলতে পারি। হযরত দাউদ (আঃ) তখন বললেন, হ্যাঁ আমি তোমাকে আদেশ দিলাম। তখন ছোলায়মান বললেন, আমার বিবেচনা অনুসারে  বিচার টি এমন হলে ভাল হত। ছাগলওয়ালা আপাতত ছাগলগুলো কে ক্ষেতওয়ালাকে দিয়ে দেবে।  সে উহার দুধ পান করবে এবং ছাগলওয়ালা ক্ষেতওয়ালার ক্ষেতে পানি দিবে। যখন ক্ষেত পুর্বের ন্যায় তরতাজা  হবে সেদিন ক্ষেতওয়ালা ছাগলগুলোকে ছাগলের মালিক কে দিয়ে দিবে। 

হযরত দাউদ (আঃ) ছোলায়মানের রায় শুনে বললেন, তোমার রায়টা উত্তম। অতএব এটাই কার্যকর করা হবে। 

হযরত দাউদ (আঃ) ছোলায়মানের বিচক্ষণতা দেখে তখনই মনে মনে করেছিল যে, আল্লাহ তায়ালা তাকে একদিন তাকে শ্রেষ্ঠ মর্যাদাবান করে প্রতিষ্ঠিত  করবেন।

আর এক দিনের ঘটনা, হযরত ছোলায়মান (আঃ) এর অনুপস্থিতে এক বৃদ্ধা এসে হযরত দাউদ (আঃ) এর নিকট নালিশ করল। হে আল্লাহর খলিফা আমি আমার বাসায় অভুক্ত ছেলেমেয়ে ও মেহমান  রেখে আমি কিছু আটা আনতে যায়। যা দিয়ে তাদের খাবার এর ব্যবস্থা করব। আমি সে আটা নিয়ে আসার পরে হঠাৎ বাতাস এসে আমার আটা গুলো উড়িয়ে নিয়ে যায়। আমি এখন খবই  দুচিন্তাগ্রস্ত কারণ খালি হাতে বাসায় গিয়ে মেহমান ও ছেলেমেয়েদের সম্মুখে কি দেব। আমার বাসায় অন্য কোন খাবার নেই। অতএব আপনি বাতাসের বিচার করুন। হযরত দাউদ (আঃ) বৃদ্ধার অভিযোগ শুনে খুবই সমস্যায় পতিত হলেন।  

হযরত দাউদ (আঃ) এর পুত্রের দূরদর্শিতা-৩য় পর্ব পড়তে এখানে ক্লিক করুন  

You may also like...

দুঃখিত, কপি করবেন না।