►► “level” শব্দটির অক্ষর গুলো উল্টে দিলেও তা একই থাকবে!!
►► একটি ডিমে শুধু ভিটামিন সি বাদে অন্য সব প্রকার ভিটামিন থাকে!!
►► জেনে অবাক হবেন, পাবলিক টয়লেট বা বাথরুম ব্যাবহার করার পর বিশ্বের ৪২% পুরুষ এবং ২৫% মহিলাই তাদের হাত পরিষ্কার করেন না!!
►► অস্ট্রেলিয়া মহাদেশই হলো একমাত্র মহাদেশ যেখানে কোনো জীবিত আগ্নেয়গিরি নেই!!
►► প্রতি মিনিটে পুরো বিশ্বে ৬০০০ বা তার অধিকবার বজ্রপাত হয়!!
►► আফ্রিকা মহাদেশে অন্য যেকোনো প্রাণীর আক্রমনের চেয়ে জলহস্তীর আক্রমনে বছরে বেশি মানুষ মারা যায়!!
►► আপনি জানেন কি, ফ্রেন্স ফ্রাইের আসল জন্মস্থান ফ্রান্সে নয়, বরং বেলজিয়ামে??
►► মজার তথ্যটি হলোঃ “কোথাও ভ্রমন করার সময় মানুষ কোন জিনিসটা নিতে সবচেয়ে বেশি ভুলে যায় জানেন?? টুথব্রাশ!!”
►► যতক্ষণ পর্যন্ত কোনো খাবার আপনার মুখের লালার সাথে না মিশে আপনি ততক্ষণ সেই খাবারের স্বাদ উপভোগ করতে পারেন না!!
►► অধিকাংশ লিপস্টিক তৈরিতে মাছের আঁশ ব্যাবহার করা হয়??
►► পাখিদের খাদ্য গেলার জন্য অভিকর্ষজ বলের প্রয়োজন হয়?? অর্থাৎ, কোনো পাখিকে যদি চাঁদে নিয়ে খাবার খেতে দেয়া হয় তবে সেটি খাবার গিলতে পারবে না!!
►► ইংরেজি বর্ণমালায় সর্বাধিক ব্যাবহার করা বর্ণ হলো “E” এবং সবচেয়ে কম ব্যাবহার করা বর্ণ হলো “Q”??
►► প্রাচীনকালে মিশরে মমি পুড়িয়ে আগুন তৈরি করা হতো?? কারণ, সেখানে কাঠের সল্পতা ছিলো, কিন্তু মমির কোনও সল্পতা ছিলো না!!
►► অ্যান্টার্কটিকাতে সবচেয়ে মোটা (প্রস্থে) বরফের টুকরাটি কতো মোটা জানেন?? ৩ মাইল!!
►► শুধু হৃৎপিণ্ডই নয়, মেয়েরা ছেলেদের চেয়ে এমনকি চোখের পাতাও দ্রুত ফেলে!! (প্রায় দিগুন দ্রুত)
►► ফুসফুস ২৩,০৪৫ বার শ্বাসপ্রশ্বাসিত করে!!
►► রক্ত ১৬,৮০,০০০ মাইল প্রবাহিত হয়!!
►► নখ ০.০০০০৭ ইঞ্চি বৃদ্ধি পায়!!
►► চুল ০.০৫ ইঞ্চি বৃদ্ধি পায়!!
►► ২.৯ পাউন্ড পানি/তরল গ্রহন করে (সকল প্রকার তরল মিলিয়ে)!!
►► ৩.২৫ পাউন্ড খাদ্য গ্রহন করে!!
►► শ্বাসপ্রশ্বাসের জন্য ৪৩৮ ঘনফুট বাতাস গ্রহন করে!!
►► ২৪ ঘণ্টায় ছেলেরা গড়পড়তা ২০০০ শব্দ এবং মেয়েরা গড়পড়তা ৫০০০ শব্দ ব্যাবহার করে থাকে!!
►► ঘুমের মধ্যে ২৫-২৬ বার নড়াচড়া করে!!
►► আপনার বয়স ১৮ বছরের বেশি হলে এবং আপনার ওজন ৫০ কেজির বেশি হলে আপনি রক্তদান কর্মসূচীতে অংশ নিতে পারেন।।
►► এক ব্যাগ রক্ত দিতে সময় লাগে ৪৫ থেকে ৬০ মিনিট।।
►► রক্তদানের পর যেটুকু রক্ত আপনি দিন তা পুনরায় আপনার শরীরে তৈরি হতে সময় নেয় মাত্র ২৪-৪৮ ঘণ্টা।।
►► সর্বনিম্ন প্রতি ৫৬ দিন পরপর একজন সুস্থ ব্যাক্তি রক্তদান করতে পারেন।।
►► চার ঘন্টার ভেতর ১০০ কাপ কফি পান করলে মৃত্য অবধারিত!!
►► ৯৯% লোকই যখন তাদের পাসোয়ার্ডের একটি অক্ষর ভুল করে, তখুনি সে পুরো পাসোয়ার্ড ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে ফেলে এবং পুনরায় টাইপ করে!!
►► যুক্তরাষ্টের ৭০ শতাংশ নাগরিক চাঁদে অবতরণের ঘটনাটি বিশ্বাস করে না!!
►► অনলাইনে প্রতি মিনিটে পর্নো দেখে প্রায় ২০ লাখ মানুষ!!
►► ইংল্যান্ডে টেলিভিশন ব্যাবহার করার জন্য লাইসেন্স করতে হয়!! (একটু কনফিউশন আছে।। ইংল্যান্ডে যারা আছেন তারা কি বলতে পারবেন ঘটনা সত্য কিনা??)
►► থাইল্যান্ডে গাড়ি চালানোর জন্য অবশ্যই আপনাকে শার্ট পড়তে হবে!! অর্থাৎ, আপনি খালি গায়ে গাড়ি চালাতে পারবেন না!!
►► আমেরিকার ফ্লোরিডাতে আপনি যদি পার্কিং স্পটে কোনো হাতি বেঁধে রাখেন, তবে আপনাকে সেই হাতির জন্য পার্কিং ফি দিতে হবে!!
►► বিস্ময়কর একটা আইন জানাচ্ছি এইবার!! আমেরিকার নিউইয়র্কে কোনো উঁচু বিল্ডিং থেকে লাফিয়ে পড়ার শাস্তি হলো মৃত্যুদণ্ড!! (অর্থাৎ, কেউ লাফিয়ে পড়ে যদি বেঁচে যায় তবে তাকে সুস্থ করে বাঁচিয়ে তুলে এরপর আবার মেরে ফেলা হবে!!)
►► রঙ্গিন টেলিভিশন আবিস্কারের পর থেকে মানুষের সাদাকাল স্বপ্ন দেখার হার কমে গেছে!!
►► আফ্রিকান সিসাডা মাছি (cicada fly) ১৭ বছর ঘুমিয়ে কাটায়!! ঘুম ভাঙার পর এরা মাত্র ২ সপ্তাহ বেঁচে থাকে!! সেই সময়ে এদের প্রধান কাজ হলো বংশবৃদ্ধিতে অংশগ্রহন!!
►► DELL কম্পিউটার কোম্পানির মালিক মাইকেল ডেল মাত্র ১৯ বছর বয়সে ১০০০ ডলার নিয়ে ব্যবসা শুরু করেছিলেন!!
►► জাপানের মোট স্থলভাগের ৭০% এর বেশি হলো পাহাড়!! এর মধ্যে আছে ২০০ এর বেশি আগ্নেয়গিরি!!
►► আশ্চর্যজনক একটা তথ্য দেই, আমেরিকার নিউইয়র্কে বছরে ১,৬০০ লোক অন্য মানুষের কামড়ে আহত হয়!!
তথ্য গুলো সংগ্রহ করা।
থাকে। যা প্রায় ১৮০০ জন মানুষের ওজনের যোগফল।►আপনি কি জানেন, একটি মাছির গড় আয়ু মাত্র ১৭ দিন।
►সিংহের গর্জন ৫ মাইল দূর থেকেও দিব্যি শোনা যায়।
►নারহোয়েল (Narwhal) এক প্রকার তিমি মাছ। যার দাঁত ৮ ফিট লম্বা
হয়ে থাকে।
►আপনি কি জানেন, টমেটো আসলে এক প্রকার সবজি, কোন ফল নয়।
►আইসক্রিম সর্বপ্রথম চীনে তৈরী হয়েছিল, তাও খ্রীস্টের জন্মের ২০০০
বছর আগে।
►পৃথিবীর প্রথম নভোচারী কিন্তু মানুষ নয়, একটি কুকুর।
►শিম্পাঞ্জি অন্যান্য প্রাণীর চেয়ে (মানুষ ছাড়া) বেশী যন্ত্রপাতি ব্যবহার
করতে পারে।
►কিং কোবড়া পৃথিবীর একমাত্র সাপ যে বাসা বাধে।
►বিড়ালের দেহের স্বাভাবিক তাপমাত্রা ১০০.৪ ডিগ্রী ফারেনহাইট থেকে
১০২.৫ ডিগ্রী ফারেনহাইট।
►জিরাফের লম্বা গলায় মোট ৭টি হাড় আছে।
►বৃদ্ধি ও পরিস্ফুরনের সময় মানবদেহে প্রতি মিনিটে ৩০০মিলিয়ন নতুন কোষ উৎপন্ন হয়।
►পেশি কোশ ও স্নায়ু কোশ বিভাজিত হয় না।
►E.Coli(ই.কলি)নামক ব্যাকটিরিয়ায় ডি.এন.এ.(DNA)এর দৈর্ঘ্য প্রায় ১.৫ কিমি।
►একজন পরিণত মানুষের দেহে কোশের সংখ্যা প্রায় ৭৫ ট্রিলিয়ন(৭৫×১০12)।
►মানুষের ডি.এন.এ.(DNA)এর মোট দৈর্ঘ্য পৃথিবী থেকে সূর্যে ৭০বার যাতায়াতের সমান।
►বৃহত্তম ক্যাকটাস সাগুয়ারো(saguaro)প্রায় ৬তলা বাড়ির সমান উঁচু।
►প্রতি সেঃ প্রায় ২লক্ষ লোহিত রক্ত কনিকার মৃত্যু হচ্ছে।
►হাড়ের মধ্যে ৭৫% জল।
►প্রতিদিন প্রায় ৪০০ গ্যালন রক্ত কিডনির মাধ্যমে পরিস্রুত হয়।
►স্নায়ুস্পন্দনের গতিবেগ ৫০০মিটার/সেঃ।
►শ্বাস ত্যাগের পরেও ফুসফুসে ০.৫লিটার বায়ু থেকে যায়।
►সবথেকে লম্বা ঘাস হল বাঁশ।
►মানুষের শরীরের রক্ত বাহের মোট দৈর্ঘ্য ৬০,০০০মাইল যা পৃথিবীর পরিধির দ্বিগুনের সমান।
►স্ত্রী দেহে ও পুং দেহে রক্তের পরিমান যথাক্রমে ৪.৫লিঃ ও ৫.৬লিঃ।
►পায়রা অতিবেগুনি রশ্মি দেখতে পায়।
►সুপারি গাছের কান্ডের কাঠ স্টিলের চেয়ে অনেক বেশী শক্ত ও ঘাত সহ।
►মানুষের আঙ্গুলের ছাপ মস্তিস্কের থেকেও বেশী তথ্য বহন করে।
►মানুষের নখ বৃদ্ধির মধ্যে মধ্যমার নখ সবথেকে দ্রুত বাড়ে এবং বৃদ্ধাঙ্গুলির নখ সবথেকে কম বাড়ে।
►সবচেয়ে বড় স্তন্যপায়ী হল নীল তিমি।
►প্রজাপতির চোখের সংখ্যা ১২০০টি।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।