আমি তখন ক্লাস এইটে পরি আমাদের মাদ্রাসার কাছে এক ইদগাহ প্রতিদিন এটা পেরিয়ে মাদ্রাসায় আসতে হতো আর মাদ্রাসার কাছেই ছিল এক হেফজ খানা আমার এটা বলার কারন এই দুটো স্থান নিয়েই আজ আমার গল্প তো ঘটনাটা হলো যেহেতো আমি এইটে পরি বয়স তখন এই বারো তেরো সেই সময়কার একটা কু অভভাস ছিল রাস্তা ঘাটে বাথরুম করা একদিন আমি ভুল করে ইদগাহ’র কাছে তেতুল গাছের তলায় বাথরুম সারলাম কে জানতো এইখানে ছিল এক জেদি ভূতের রাখা খাবার তারপর থেকে আর আমি শান্তিতে ঘুমুতে পারিনা .রাতে কথা বলা ছিল প্রতিদিনের ঘটনা কখনো ঘোমের ঘোরে বোবা হয়ে যেতাম তো একদিন হেফজখানার এক গাছের ডাল ধরতে গিয়ে পরে গেলাম অথচ ডালটা ছিল আমার হাতের নাগালে কে যেন আমাকে মেরে ফেলতে চাইলো তখন এক ভাই এসে আমাকে উঠিয়ে দিল তো এই যাএ।য় বেচে গেলাম এই জালাতন আর সয়না একদিন আমাকে নিয়ে এক হুজুরের কাছে নিয়ে গেলেন আমার মা তারপর হুজুর সব খুলে বললো তিনি তাদেরকে অনেক মিষ্টি খাইয়ে আমার পিছু ছারালেন তবে তারা শর্ত দিল আমরা শর্তে রাজি হলাম এখন আমি সুস্থ আছি এটাই আমার জীবনের প্রথম ঘটনা
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।