দৃষ্টান্তবিহীন এক ঘটনা-পর্ব ৫
দৃষ্টান্তবিহীন এক ঘটনা-পর্ব ৪ পড়তে এখানে ক্লিক করুন
এই বলে হযরত দাউদ (আঃ) বলেন হে অপরাধীর হাত পা অঙ্গ-প্রতঙ্গ তোমরা এ ব্যক্তির কার্যাবলীর সঠিক সাক্ষী প্রদান কর। তখন তাঁর জবান বন্ধ হয়ে গেল। তাঁর হাত বলে উঠল হুজুর! আপনার বক্তব্য সত্য। আমি ছুরি দিয়ে ওর মনিবের গলা কেটেছি এবং সমস্ত মালপত্র সাজিয়ে গুছিয়ে মিশরের বাজারে গিয়ে বিক্রি করতে সাহায্য করছি। তাঁর পা বলল, হে খালিফা ! আপনার মন্তব্য অক্ষরে অক্ষরে সত্য এ হত্যাকান্ড ও মাল পত্র বিক্রয় ও অন্যান্য অপরাধমূলক সে আমার সাহায্য নিয়েছে। নাক ,কান চুল হতে আরম্ভ করে সকল অঙ্গ প্রতঙ্গ এক এক করে ঘটনার সত্যতা স্বীকার করল। তখন হযরত দাউদ (আঃ) বলেন, আল্লাহর শরিয়ত অনুসারে ধণী ব্যক্তির সকল ধন-সম্পদ এই বৃদ্ধাকে দিয়ে দাও এবং একে এই মুহুর্তে কতল করে দাও।
অল্প সময়ের মধ্যে খলিফার আদেশ কার্যকর কর হল। ঈদের ময়দানে খোলা জায়গায় তাঁর মৃত্যুদন্ড কার্যকরী করা হল এবং দেশ রক্ষা বাহীনি পাঠিয়ে তাঁর সকল সম্পদ বাজেয়াপ্ত করে বৃদ্ধার মালিকানায় পৌঁছানোর ব্যবস্থা করা হল। বৃদ্ধা ও তাঁর ছেলে খলিফার রায়শুনে ময়দানেই ছেজদারত হলেন।
বনি ইসরাইলরা সমস্ত ঘটনা দেখে আল্লাহ তায়ালার উপর অধিক আস্থাবান হল। হযরত দাউদ (আঃ) বললেন, তোমরা কিয়ামতের এক বিরাট আলামত দেখলে। পৃথিবীতে যে যা কিছু কর না কেন তা সত্যতা প্রমানের জন্য তোমাদের অঙ্গ-প্রতঙ্গ সাক্ষ্য প্রদান যথেষ্ঠ। কিয়ামতের দিন এরাই হবে তোমার কৃতকর্মের প্রধান সাক্ষী। অতএব তোমরা কিয়ামতের ভয়াবহ দিনে উদ্ধার লাভের নিমিত্ত পূর্ণ শরীয়ত পালনের প্রতিজ্ঞা নাও। এটাই তোমাদের মুক্তির প্রকৃত সনদ।