সাওর গুহার ঘটনা-পর্ব ১

আবু জেহেল, হযরত মুহাম্মাদ (সাঃ) এর গৃহে প্রবেশ করে তাঁকে না পেয়ে পাগলের মত হয়ে পড়ল। চারদিকে তাঁকে দেখতে লাগল। হঠাৎ পায়ের চিহ্ন দেখে তাঁদের পায়ের চিহ্ন অনুসরণ করে সাওর গুহা পর্যন্ত গিয়ে পৌঁছে। তারা সাওর গুহায় গিয়ে দাঁড়িয়ে পড়ল। কারণ এর পর আর তাঁদের পায়ের চিহ্ন দেখতে পেল না।

হযরত আবু বকর সিদ্দীক (রাঃ) গুহার ভেতর থেকে দুশমনদের পা দেখতে পেয়ে ভয়ে ভয়ে বললেন, হে আল্লাহর রাসূল (সাঃ)! দুশমন বাহিনী আমাদের অতি নিকটে পৌঁছে গেছে। তারা যদি কোনভাবে একবার নিচের দিকে তাকায় তাহলে আমাদেরকে দেখে ফেলবে।

এ কথা শুনে হযরত মুহাম্মাদ (সাঃ) বললেন, আবু বকর (রাঃ)! তুমি একেবারে ভয় করো না।  মহান রাব্বুল আলামীন আমাদের সহায় আছেন। সে সৃষ্টিকর্তাই আমাদেরকে রক্ষা করবেন। অবশেষে দুশমন বাহিনী অনেকক্ষণ চতুর্দিক ঘোরাফেরা করে ব্যর্থ হয়ে সেখান থেকে চলে গেল। হাদীসে উল্লেখ আছে যে, আবু বকর (রাঃ) গুহা পরিষ্কার-পরিচ্ছন্ন করে ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছিলেন।

একটি মাত্র ছিদ্র বন্ধ করতে পারেন নি। এর কারণ হল, তাঁর চাদরে হয়নি। তিনি যখন দেখলেন দুশমন বাহিনী গুহার দ্বারে এসে গেছে তখন তিনি রাসূলুল্লাহ (সাঃ)  কে দুশমন বাহিনী যাতে দেখতে না পায় সে জন্য তিনি তাঁর নিজের ঊরুর মধ্যে রাসূলুল্লাহ (সাঃ)  কে শুইয়ে রেখেছিলেন। হঠাৎ ঐ মুহূর্তে একটি বিষাক্ত সাপ সে গর্ত হতে বাইরে আসার সময় হযরত আবু বকর (রাঃ)  এর বৃদ্ধাঙ্গুলিতে কামড় দেয়।

এ সাপের কামড়ের কারণে হযরত আবু বকর (রাঃ) – এর চোখে অশ্রু জমা হয় এবং এক ফোঁটা অশ্রু হযরত মুহাম্মাদ (সাঃ) এর চেহারা মুবারকে পড়লে তিনি তার কারণ জিজ্ঞেস করলেন। হযরত আবু বকর (রাঃ) তখন সাপের কামড়ের কথা তাঁকে বললেন। তখনই প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সাঃ) তাঁর নিজের মুখের থু থু তাঁর কামড়ের স্থানে লাগিয়ে দেয়ার সাথে সাথেই সে যন্ত্রণার উপশম হল।

মুস্তাদরাকে হাকিম, ইবনে হিশাম, সহীহ বুখারী, তাবকাতে ইবনে সা’আদ, তবরী ইত্যাদি কিতাবে উল্লেখ করা আছে যে, হযরত আবু বকর (রাঃ) বললেন, “হে রাসূলুল্লাহ (সাঃ)! একজন দুশমন আমাদের দিকে তাকিয়ে আছে।” হযরত মুহাম্মাদ (সাঃ) বললেন, “সে আমাদেরকে কিছুতেই দেখতে পাবে না। এর কারণ মহান আল্লাহ্‌ রাব্বুল আলামীনের ফেরেশতাগণ আমাদেরকে তাঁদের নিজের ডানা দিয়ে ঢেকে রেখেছেন।”

পুরা তিন দিন সাওর গুহায় থেকে চতুর্থ দিন হযরত মুহাম্মাদ (সাঃ) মদীনার দিকে রওয়ানা করলেন হযরত আবু বকর (রাঃ)  কে সঙ্গে নিয়ে। পূর্বের কথা অনুসারে আমের ইবনে ফাহীরাকে হযরত আবু বকর সিদ্দীক (রাঃ) উটের পিঠে তাঁর পেছনে বসিয়েছিলেন।

সাওর গুহার ঘটনা-পর্ব ২ পড়তে এখানে ক্লিক করুন

You may also like...

দুঃখিত, কপি করবেন না।