হযরত ইব্রাহীম (আঃ) এর মূর্তি ভাঙ্গার ঘটনা-৪র্থ পর্ব
হযরত ইব্রাহীম (আঃ) এর মূর্তি ভাঙ্গার ঘটনা- তৃতীয় পর্ব পড়তে এখানে ক্লিক করুন
সঙ্গে সঙ্গে আল্লাহ তা’য়ালা আগ্নিকে হুকুম দিলেন, হে অগ্নি! তুমি ইব্রাহীমের জন্য শান্তিদায়ক ঠাণ্ডা হয়ে যাও। সে মুহূর্তে অগ্নি তাপহীন, ঠাণ্ডা হয়ে গেল। হযরত জিব্রাঈল (আঃ) সেখানে উপস্থিত হয়ে তাঁকে বেহেস্তি জামা পরিয়ে দিলেন। অত্যন্ত সাজ-সজ্জা পূর্ণ একখানি সিংহাসন এনে তাঁকে বসতে দিলেন। জগভর্তি দুধ ও শরবত এনে তাঁকে পান করালেন। হযরত ইব্রাহীম (আঃ) তখন আল্লাহর তছবী পাঠরত ছিলেন। জিব্রাঈল (আঃ) তাঁকে জিজ্ঞেস করলেন তার কোন কিছুর প্রয়োজন আছে কিনা। হযরত ইব্রাহীম (আঃ) উত্তর দিলেন তাঁর কোন কিছুর প্রয়োজন নেই। যা প্রয়োজন তা তাঁর প্রভু তাঁকে দিবেন এ বিশ্বাস তাঁর আছে।
হযরত জিব্রাঈল (আঃ) অগ্নিকুণ্ডের সমস্ত জায়গা একবার প্রদক্ষিণ করলেন। তিনি দেখলেন চতুর্দিকে দেয়ালের পাশ ঘিরা আগুন জ্বলছে বটে কিন্তু তাতে তাপ নেই। তার মধ্যবর্তী সমস্ত জায়গা ফুলবাগানে পরিণত হয়েছে। এমনকি নমরুদ যে সব শুকনা কাঠ এনে আগুনে জ্বানলোর ব্যবস্থা করছিল সেগুলো তাজা হয়ে পাতা, ফুল, ফল দিতে আরম্ভ করেছে।
হযরত ইব্রাহীম (আঃ) কে আগুনে দগ্ধীভূত করা হচ্ছে শুনে বনে পশু-পক্ষী সকলে অনাহারী থেকে বুক ভরিয়ে কাঁদল। পক্ষীকুলেরা এ যন্ত্রণা সহ্য করতে না পেপে ঝাক বেঁধে হযরত ইব্রাহীম (আঃ) –এর অনলকুণ্ডে আত্মহুতি দেবার মানষে উড়ে এসে অগ্নিকুণ্ডে ঝাপ দিল। আল্লাহর মেহেরবাণীতে কোন পাখি কোন যন্ত্রণা পেল না বরং হযরত ইব্রাহীম (আঃ) –এর নিকটবর্তী ফুল বাগানে এসে পরম তৃপ্তি লাভ করল। অগ্নিকুণ্ডকে কুসুম কাননে পরিওণত হতে দেখে তার বিভিন্ন সুরে আল্লাহ তা’য়ালার গুনকীর্তণে বিভোর হল। আনন্দে আনন্দে অগ্নিকুণ্ডকে তারা জান্নাতের টুকরায় পরিণত করল।
হযরত ইব্রাহীম (আঃ) এর মূর্তি ভাঙ্গার ঘটনা- পঞ্চম পর্ব পড়তে এখানে ক্লিক করুন