এক ব্যক্তি এসে সুফয়ান আস-সাওরীকে জিজ্ঞেস করলোঃ “আমি হৃদয়ের ব্যাধিতে ভুগছি, আমাকে কোনো প্রতিষেধক দিন।”
সুফয়ান বললেনঃ তুমি ইখলাসের শেকড়, সবরের পাতা ও বিনম্রতার রস জোগাড় কর, এরপর এগুলোকে তাকওয়ার পাত্রে রাখো। এখন এতে আল্লাহ-ভীতির জল ঢালো এবং পাপের অনুশোচনার যে আগুন তাতে গরম কর।
এবার একে আল্লাহর সদা উপস্থিতির ব্যাপারে যে সচেতনতা সেটার ছাঁকনি দিয়ে ছেঁকে নাও। অতঃপর একে সত্যবাদিতার মুঠি দিয়ে তোলো এবং ক্ষমা ভিক্ষার পেয়ালা দিয়ে পান করো।
ধর্মপরায়ণতা দিয়ে এবার অজু করে নাও এবং হিংসে ও লোভ থেকে দূরে থাকো। আল্লাহ্ চান তো তুমি অন্তরের ব্যাধি থেকে মুক্তি পাবে।
—-[উস্তাদ শায়খ মুহাম্মাদ বিন হাস্সানের “ফিক্হ আদ-দা’ওয়াহ”লেকচার থেকে নেয়া]
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।