অয়েলি স্কিনে মেকআপ?😰

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম আমাদের বিউটি & দ্যা বিস্ট সেশনের মেকআপ রিলেটেড ব্লগে আরো একবার।গতব্লগে আমি ড্রাই স্কিনের বেইজ মেকআপ কিভাবে করবেন সেই বিষয়ের খুঁটিনাটি নিয়ে আলোচনা করেছিলাম।আজকে অয়েলি স্কিনের বেইজ মেকআপ নিয়ে কথা বলবো।কাজেই প্রতিবারের মতো স্টে টিউন্ড!🤎

অয়েলি স্কিনে মেকআপ?😭 আমার মতো যাদের ফুলকো লুচির মতো তেলে চুপচুপা স্কিন তাদের জন্য তো মেকআপ করার কথা ভাবাও পাপ মনে হতো।তাও যদি হয় গরমে,তাহলে তো কথাই নেই।মেকআপ করার কারণে তেলের পরিমাণ এতো বেড়ে যায় যে ঐ তেল শুষে নিয়ে ডিম পোচ করা যাবে :3। সারাবছর এই তেল চিটচিটে অয়েলি ফেস নিয়ে স্ট্রাগল করতে করতে কিছু হিডেন জেম মার্কা টিপ্স খুঁজে পেয়েছি এখন।যার কারণে এখন খুব সহজেই মেকআপ করতে পারি এবং গরমেও মেকআপ লং লাস্টিং হয়।আজকে সেই টিপ্সগুলোই আপনাদের সাথে শেয়ার করবো এক এক করে।পুরোটা কিন্তু পড়তে হবে,নাহলে গ্রেট মিস!
হিডেন জেম্স:
* ওপেন পোরস বন্ধ করা: অয়েলি স্কিনের অয়েল অর্থাৎ তেল পোরস গুলো থেকে আসে।এই পোরস গুলো ওপেন থাকলে তেল নির্গত হতে থাকেই।মেকআপ করার সময় নির্গত এই তেল পরবর্তীতে ইরিটেশন এবং মেকআপ না বসার কারণ হয়। কাজেই সর্বপ্রথম কাজগুলো ত্বকের এই পোরস গুলো বন্ধ করে রাখা সাময়িক সময়ের জন্য।তাই মেকআপের আগে বরফ মেশানো পানিতে ১০/১৫মিনিট ধরে মুখ ভিজিয়ে অথবা নরম কাপড় মুড়িয়ে ত্বকে ১০/১৫মিনিট ধরে বরফ ঘষলে ওপেন পোরস বন্ধ হয়। এছাড়া অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করলেও এটা উপযুক্ত কাজ করলে।সেক্ষেত্রে যাদের ফেসিয়াল হেয়ার আছে,তাদের মুখে অ্যালোভেরা জেল অ্যাপ্লাইয়ের কারণে হেয়ার গ্রোথ বেড়ে যেতে পারে।সুতরাং গরমের দিনে মেকআপ করার আগে স্কিনে বরফ রাব করে নেওয়া একটি মাস্ট হ্যাভ ট্রিক্স হতে পারে আপনার জন্য।
*জেল বেস্ড ময়েশ্চারাইজার ব্যবহার করা: অয়েলি স্কিনের আপুরা একটা ভুল সবসময় করে থাকেন অনেকেই মনে করেন স্কিন তো ন্যাচারালি অয়েলি,তাহলে ময়েশ্চারাইজার কেন ব্যবহার করবো? এটা একটি আগাগোড়াই ভুল ধারণা কারণ ত্বকে বেশি তেল উৎপন্ন তখনই হয় যখন স্কিন ডিহাইড্রেটেড থাকে।ময়েশ্চারাইজার অবশ্যই অ্যাপ্লাই করতে হবে মেকআপ এর আগে।অয়েলি স্কিনের জন্য জেল বেস্ড লাইটওয়েট ময়েশ্চারাইজার ব্যবহার করা সবথেকে ভালো।
*সিলিকন বেজ্ড প্রাইমার অ্যাপ্লাই করা: অয়েলি স্কিনের জন্য সিলিকন বেজ্ড প্রাইমার ব্যবহার করা উচিত।এবং মনে রাখতে হবে যে, প্রাইমার যাতে অবশ্যই ম্যাট হয়।হাইড্রেটিং প্রাইমার ড্রাই স্কিনের জন্য ভালো,অয়েলি স্কিনের জন্য নয়।কাজেই সিলিকন বেজ্ড ম্যাট প্রাইমার ইউজ করা অয়েলি স্কিনের জন্য একটি গুড চয়েজ।
* ম্যাট ফাউন্ডেশন ব্যবহার করা: অয়েলি স্কিনের জন্য হাইড্রেটিং বা ডিউই ফাউন্ডেশন ব্যবহার করা যাবেনা।ম্যাট ফিনিশিং এর ফাউন্ডেশন ব্যবহার করতে হবে।আপনার কাছে যদি ডিউই বা হাইড্রেটিং ফাউন্ডেশন থাকে,তাহলে তার সাথে সামান্য লুজ পাউডার মিশিয়ে তারপর অ্যাপ্লাই করুন এতে করে আপনার বেইজটিতে ম্যাট ফিনিশিং আসবে।
সঠিক পাউডারের ব্যবহার: আপনার স্কিন যদি এক্সসেসিভ অয়েলি হয়,তাহলে ট্রান্সলুসেন্ট পাউডারের পরিবর্তে কম্প্যাক্ট পাউডার ব্যবহার করুন। এটাতে আপনার ফেসে একটি ম্যাট ফিনিশিং আসবে। এছাড়া কিছুক্ষণ পরপর যদি তেল আসে ফেইসে,তাহলে সেখানে পাফ দিলে হালকা করে ব্লটিং পাউডার দিয়ে প্রেস করে তেল সোক করে নিন।ব্লটিং পাউডারের পরিবর্তে ব্লটিং পেপার অথবা টিস্যু পেপারও ব্যবহার করা যেতে পারে।এক্সট্রিমলি অয়েলি স্কিন হলে ক্রিম কন্টোর এবং ব্লাশনের পরিবর্তে পাউডার ব্লাশ এবং কন্টোর ব্যবহার করতে পারেন।
*সেটিং স্প্রে: অয়েলি স্কিনের ক্ষেত্রে কয়েক ধাপে সেটিং স্প্রে ব্যবহার করুন।প্রথমে স্কিনকেয়ার এবং প্রাইমার অ্যাপ্লাই করার পর ভালোমতো সেটিং স্প্রে অ্যাপ্লাই করে স্কিনকে সেট করে নিন। দ্বিতীয় ধাপে ভালোভাবে বেক করার পর সেটিং স্প্রে অ্যাপ্লাই করুন এবং সর্বশেষ ফাইনাল একটি টাচ আপ দেওয়ার পর ভালোমতো সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিন।

এই ছিল আজকের জন্য অয়েলি স্কিনে মেকআপ নিয়ে কিছু টিপ্স।কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না।🤎

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!