তালুত ও জালুতের কাহিনী-৫ম পর্ব

তালুত ও জালুতের কাহিনী-৪র্থ পর্ব পড়তে এখানে ক্লিক করুন  

শ্রান্তক্লান্ত সৈন্যরা ও বাদশা মসজিদকে ঘেরাও করে বসে বসে বিশ্রাম নিলেন।  এমতাবস্থায় অবষন্ন শরীর নিয়ে দীর্ঘ সময় বসে থাকা তাদের পক্ষে সম্ভব হল না।  এক এক করে সকলে মাটিতে গড়িয়ে পরে গভীর নিদ্রা মগ্ন হল। 

গভীর রজনীতে হযরত দাউদ (আঃ) ও তার সঙ্গীগণ মসজিদের বাইরে এসে দেখলেন বাদশা তালুত ও অনেক সৈন্য মসজিদ ঘেরাও করে নিদ্রায় অচেতন হয়ে আছে।  তখন ঘটনা বুঝতে তাদের আর বাকি থাকল না।  হযরত দাউদ (আঃ) তালুতের নিকট গিয়ে তার তরবারিখানী হাতে নিয়ে একটি পাথরের উপর মারলেন।  পাথর দুই টুকরা হয়ে গেল। তখন তিনি পাথরের খন্ড দু,টি তালুতের পেটের উপর রেখে দিলেন এবং একখানা পত্র লিখলেন।

  পত্রে তিনি লিখেছেন, আমি তোমার ভীতির কারণ হয়েছিলাম বলে তোমার রাজ্য ছেড়ে জঙ্গলে আশ্রয় নিয়েছি।  যাতে তুমি নির্বিঘ্নে রাজ্য পরিচালনা করতে পার। কিন্তু তুমি আমাকে হত্যা করার জন্য এ পর্যন্ত এসেছ জেনে আমি দুঃখিত। মুখে অচেতন অবস্থায় আমাদের প্রতি আক্রমণ করে হত্যা করার সিদ্ধান্ত নিয়ে এখানে ওৎ পেতে বসেছিল। কিন্তু তোমার নিয়তের প্রতি আল্লাহ তায়ালার মঞ্জুর নেই।  তাই তোমরা অচেতন নিদ্রা মগ্ন হয়েছ।  আমরা এই সুযোগে তোমাদেরকে দ্বিখণ্ডিত করতে সক্ষম ছিলাম।  কিন্তু নিদ্রা মগ্ন মানুষকে হত্যা করা কাপুরুষের এর কাজ। তাই তোমাদের কে নিরাপদ করে দিলাম।  তোমার পেটের উপর যে দ্বিখণ্ডিত পাথর আছে তা আমার হাতে দ্বিখণ্ডিত হয়েছে। এ পাথর দ্বিখণ্ডিত না করে যদি তোমার প্রতি তরবারী করতাম তাহলে তুমি দ্বিখণ্ডিত হতে। কিন্তু তা না করে তোমার প্রতি উদারতা প্রদর্শন করলাম।  তুমি আল্লাহার শোকর আদায় করে রাজধানীতে ফিরে যাও। না হয় তোমার বিপদ ঘটবার সম্ভাবনা রয়েছে।  এ কথাগুলা লিখে পত্রখানি তরবারীতে গেথে তা বাদশা তালুতের বুকের উপর রেখে তিনি মসজিদে ফিরে গেলেন। ভোর বেলা তালুত ঘুম থেকে উঠে তার বুকের উপর রাখা চিঠি  তরবারী ও পাথর টুকরা দেখতে পেলেন। তখন তিনি পত্র খানি পাঠ করে খুবই লজ্জা হলেন এবং সৈন্যদের কে নিয়ে ফিরে চলে আসলেন। 

কিছুদিন পর তালুত লোক প্ররণ করে হযরত দাউদ (আঃ) কে হত্যার পরিকল্পনা নেয়। সে সময় হযরত দাউদ (আঃ) মসজিদের বাইরে ছিলেন যে  জন্য শত্রু  পক্ষ হযরত দাউদ (আঃ) কে চিনতে না পরে  অসংখ্য মানুষকে হত্যা করেছিল। যারা ছিলেন দরবেশ ও অলী আল্লাহর অন্তভুক্ত। পর পর দুটি আক্রমণ ব্যর্থ হওয়ায়  তালুত খুবই চিন্তিত হল বিশেষ করে তার পরামর্শ পরিষদ তালুত কে বলল, এযাবত আপনি অতি  নিরাপদে রাজ্য পরিচালনা করেছে। আগামিতে মনে হয় আপনার উপর বিপদ আসবে। কারণ দাউদ এর ন্যায় একজন মহাৎ ব্যক্তিকে আপনি প্রতারণা করেছেন। দ্বীতীয় তাকে হত্যা করার পরিকল্পনা বার বার ব্যর্থ হচ্ছে। এটাই তার মহত্তের বড় নিদর্শন।

  অতএব হযরত দাউদ (আঃ) এর সাথে অধিক বাড়াবাড়ী না করে তাকে ডেকে আপনার কন্যার সাথে বিবাব দিয়ে দিন। এবং রাজ্যের অর্ধেক অংশ তাকে ছেড়ে দিন। আপনি আমাদের প্রস্তাবে অস্বীকৃতি প্রদান করলে আমরা আপনার সঙ্গে থাকব না। কারণ আপনার প্রতি আরোপিত গজব থেকে আমরা বাঁচতে পারব  না। এ ছাড়া সবচেয়ে ভয়ের কথা হল শামুয়েল (আঃ) হযরত দাউদ (আঃ) হবু পয়গম্বর বলে উল্লেখ করেছেন। এমতাবস্থায় এখনই আপনার সিধান্ত আমাদেরকে বলে দেন।  এমতাবস্থায় এখনই আপনার সিধান্ত আমাদেরকে বলে দেন।  

তালুত তার পরিষদের কথা শুনে ভয়ে বিহ্বল হয়ে পড়লেন।

তালুত ও জালুতের কাহিনী-৬ষ্ঠ পর্ব পড়তে এখানে ক্লিক করুন  

You may also like...

দুঃখিত, কপি করবেন না।