শিক্ষার গুরত্ব

হযরত মুহাম্মদ (সাঃ) বলছেন, জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র।  যে জ্ঞানের রাস্তায় চলাফেরা করে, আল্লাহ্‌ তায়ালা তাঁকে বেহেস্তের রাস্তা দেখিয়ে দেন।  সকল মুসলিম নর –নারীর  জন্য বিদ্যার্জন অবশই কর্তব্য। 

ইসলামের মহান শিক্ষা এবং পবিত্র আদর্শে মানুষকে আকৃষ্ট করা ও মানুষের মত মানুষ করা হল ইসলামী শিক্ষার মূল কথা।  খলিফা হযরত ওমর (রাঃ) উপলব্ধি করলেন যে, শিক্ষা ও জ্ঞানের জ্যোতি এ দেশ এবং জাতিকে, এ সমাজ আর তাঁর প্রাচীন সভ্যতাকে বাঁচিয়ে তুলতে পারবে।   

জাতীয় আদর্শের বুনিয়াদ গঠনে, চরিত্র গঠনে, মানব সভ্যতার বিকাশে আর প্রকাশে।  জাতির ভাগ্য  নির্ধারণে শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম।  এ জন্যই শিক্ষাদরদী খলিফা হযরত ওমর (রাঃ) তাঁর সম্রাজ্যের সব স্থানেই শিক্ষার প্রয়োজনীয়তা অপরিহার্য বলে স্বীকৃতি দান করে সমগ্র দেশ এবং জাতিকে শিক্ষানুরাগী করে তুলেছেন। 

শিক্ষার গুরত্ব

হযরত মুহাম্মদ (সাঃ) বলছেন, জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র।  যে জ্ঞানের রাস্তায় চলাফেরা করে, আল্লাহ্‌ তায়ালা তাঁকে বেহেস্তের রাস্তা দেখিয়ে দেন।  সকল মুসলিম নর –নারীর  জন্য বিদ্যার্জন অবশই কর্তব্য। 

ইসলামের মহান শিক্ষা এবং পবিত্র আদর্শে মানুষকে আকৃষ্ট করা ও মানুষের মত মানুষ করা হল ইসলামী শিক্ষার মূল কথা।  খলিফা হযরত ওমর (রাঃ) উপলব্ধি করলেন যে, শিক্ষা ও জ্ঞানের জ্যোতি এ দেশ এবং জাতিকে, এ সমাজ আর তাঁর প্রাচীন সভ্যতাকে বাঁচিয়ে তুলতে পারবে।   

জাতীয় আদর্শের বুনিয়াদ গঠনে, চরিত্র গঠনে, মানব সভ্যতার বিকাশে আর প্রকাশে।  জাতির ভাগ্য  নির্ধারণে শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম।  এ জন্যই শিক্ষাদরদী খলিফা হযরত ওমর (রাঃ) তাঁর সম্রাজ্যের সব স্থানেই শিক্ষার প্রয়োজনীয়তা অপরিহার্য বলে স্বীকৃতি দান করে সমগ্র দেশ এবং জাতিকে শিক্ষানুরাগী করে তুলেছেন। 

আরো পড়তে পারেন...

মুগীরা ইবন শু’বা (রা)

নাম আবু আবদিল্লাহ মুগীরা, পিতা শু’বা ইবন আবী আমের। আবু আবদিল্লাহ ছাড়াও আবু মুহাম্মাদ ও…

সাপের তওবা

একটি সাপের ঘটনা বর্ণনা করছি। আমার কাছে যারা তালীম গ্রহন করতে আসে প্রথমেই আমি কাউকে…

আবদুল্লাহ ইবন হুজাফাহ আস-সাহমী-(রা)

আবু হুজাফাহ আবদুল্লাহ নাম। পিতার নাম হুজাফাহ। কুরাইশ গোত্রের বনী সাহম শাখার সন্তান। ইসলামী দাওয়াতের…