পৃথিবীর সবচেয়ে দূর্ধূষ জেলের গল্প

বিবিসি আর্থ তার  প্রতিবেদনে তুলে নিয়ে আসল পৃথিবীর সবচেয়ে দূর্ধষ জেলের চিত্র, দক্ষিন আমেরিকার লাউসের সেই জেলে স্যাম নিয়াং এর দৈনন্দিন জীবনের একদিনের চিত্র উঠল আসল বিবিসি আর্থের ভিডিও প্রতিবেদনে।
একটি মাত্র মাছ ধরার জন্য স্যাম নিয়াং এর জীবন সংগ্রামের সেই ভিডিও চিত্র  দেখার পর যে কেউই স্বীকার করে নিবে তিনিই পৃথিবীর সবচেয়ে দূর্ধর্ষ জেলে।

বর্ষা মৌসুমে লাউসের মেকং নদী স্বাভাবিক তুলনায় ২০ গুন পানিতে ভরে যায়, তৈরী হয় খরস্রোতা, খরস্রোতা সেই নদীর গতি এতটাই তীব্র যে , তা নায়াগ্রা জলপ্রপাতের চাইতেও দ্বিগুন।

জীবনকে হাতে মুঠোয় নিয়ে স্যাম সেই নদীতে প্রতিদিন মাছ ধরে চলে। নদীর অপর পাড়ে মাছের আধিক্য বেশি বিধায়, শুকনা মৌসুমে স্যাম নিজের হাতেই বানিয়ে রেখেছিল তার দড়ির সেতু। বর্ষা মৌসুমে সেই চিকন দড়ির সুতা পার হয়েই মাছ ধরতে যায় স্যাম। তার প্রতিটা পা ফেলায় রয়েছে মৃত্যুর ভয়, তবুও জীবন ও জীবিকার আশায় সেই কথা যেন ভুলেই যায় স্যাম। ঘরে তার সাত সাতজন সদস্য, যারা দিন শেষে চেয়ে আছে স্যামের আশায়।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!