নাসিরুদ্দিন হোজ্জা তখন কাজী। বিচার আচার করতেন। একদিন বিচারে বসেছেন। বাদী মামলার আসামির সম্পর্কে যেসব অভিযোগ করছেন, হোজ্জা তা মনোযোগ দিয়ে শুনছেন। বাদীর কথা শেষ হয়ে মাথা ঝাঁকিয়ে বললেন,
“হুমম, তোমার কথাই ঠিক।”
এ কথা শুনে আসামি বলে উঠল,
“হুজুর, আমার কিছু কথা ছিল।”
হোজ্জা বললেন,
“ঠিকাছে, বলো, তুমি কী বলতে চাও?”
আসামির বক্তব্যও মনোযোগ দিয়ে শোনার পর হোজ্জা বললেন,
“হুমম, তোমার কথাও ঠিক।”
হোজ্জার স্ত্রী পর্দার আড়ালে এতক্ষণ সব কথা শুনছিলেন। বিরক্ত হয়ে স্বামীকে বললেন,
“দুইজনের কথাই ঠিক হয় কীভাবে? হয় আসামির কথা ঠিক, না হয় বাদীর কথা ঠিক!”
হোজ্জা স্ত্রীর দিকে ফিরে হাসি দিয়ে বললেন,
“হুমম, তোমার কথাই ঠিক।”
–– সংগৃহীত
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।