গিবরিল ফুয়াদ হাদ্দাদ (জন্ম ১৯৬০)
গিবরিল ফুয়াদ হাদ্দাদ একজন লেবানিজ বংশোদ্ভূত ইসলামিক পণ্ডিত, হাদিস বিশারদ (মুহাদ্দিস), লেখক এবং ইসলামের ক্লাসিক্যাল পাঠ্যের অনুবাদক। তাকে “পশ্চিমা বিশ্বের প্রথাগত ইসলামের অন্যতম স্পষ্ট কণ্ঠস্বর” হিসেবে গণ্য করা হয়। হাদ্দাদ বিশ্বের ১৫০ জনেরও বেশি পণ্ডিত থেকে ইজাজা (ধর্মীয় অনুমোদন) লাভ করেছেন। তিনি ২০১৩-২০১৫ সালে সুলতান ওমর আলী সাইফুদ্দিন সেন্টার ফর ইসলামিক স্টাডিজ, ইউনিভার্সিটি ব্রুনেই দারুসসালামে ভিজিটিং ফেলো এবং ২০১৫-২০১৮ পর্যন্ত সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করেছেন। হাদ্দাদ প্রথাগত ইসলামের সমর্থক এবং ওহাবিবাদ ও সালাফিবাদের কড়া সমালোচক।
জীবন ও শিক্ষাজীবন
হাদ্দাদ ১৯৬০ সালে লেবাননের বৈরুতে মধ্যবিত্ত লেবানিজ ক্যাথলিক পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৭৬ সালে লেবানন গৃহযুদ্ধ চলাকালীন তার পিতার মৃত্যু হয়, ফলে পরিবার যুক্তরাজ্যে চলে যায়। পরে যুক্তরাষ্ট্রে বসতি গড়েন এবং কলম্বিয়া কলেজ থেকে ব্যাচেলর অব আর্টস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ফরাসি সাহিত্যে স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি হন।
ইসলাম গ্রহণ
হাদ্দাদ বুঝতে পারেন যে তিনি নামমাত্র খ্রিস্টান এবং সত্য ধর্মীয় জীবনযাপন করছিলেন না। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোর সময় তার এক আমেরিকান খ্রিস্টান বন্ধু ইসলাম গ্রহণ করলে হাদ্দাদের ওপর গভীর প্রভাব ফেলে। তিনি কোরআনের তেলাওয়াত শুনতে শুরু করেন এবং ১৯৯১ সালে শাহাদাহ পাঠ করে আনুষ্ঠানিকভাবে হানাফি সুন্নি ইসলামে ধর্মান্তরিত হন।
ধর্মীয় শিক্ষা
ইসলাম গ্রহণের পর তিনি ত্রিপোলির শেখ হিশাম কাব্বানির মাধ্যমে নকশবন্দি সুফি তরিকার সঙ্গে পরিচিত হন। পরে লন্ডন ও দামেস্কে অধ্যয়ন করেন এবং মক্কা ও মরক্কোর বিভিন্ন পণ্ডিতদের কাছে শিক্ষালাভ করেন। প্রথমে হানাফি মাজহাব অনুসরণ করেন, পরে শাফি মাজহাব গ্রহণ করেন।
ইসলামিক পণ্ডিত হিসেবে অবদান
হাদ্দাদ ১৫০ জনের বেশি পণ্ডিত থেকে ইজাজা পেয়েছেন এবং ৩০টিরও বেশি বই অনুবাদ ও প্রকাশ করেছেন। তিনি কিবলা ইসলামিক ইনস্টিটিউটের শিক্ষক এবং eshaykh.com ওয়েবসাইটের নিয়মিত লেখক। বর্তমানে তিনি “ইন্টিগ্রেটেড এনসাইক্লোপিডিয়া অব দ্য কুরআন (IEQ)” এর প্রধান সম্পাদক।
সালাফিবাদের বিরোধিতা
হাদ্দাদ প্রথাগত ইসলামিক আইনতত্ত্বের সমর্থক এবং সালাফিবাদ ও ওহাবিবাদের কড়া সমালোচক। তিনি ইবন তাইমিয়ার কাজের বিরুদ্ধে সমালোচনা ও সমকালীন সালাফিবাদ সম্পর্কিত গ্রন্থ রচনা করেছেন।
গুরুত্বপূর্ণ প্রকাশনা (সংক্ষেপিত)
-
Albani and His Friends (২০০৪)
-
From the Two Holy Sanctuaries: A Hajj Journal (২০০৬)
-
The Four Imams and their Schools (২০০৭)
-
Sunna Notes: Studies in Hadith & Doctrine Vol. I & II
-
Ibn Khafif. Al-‘Aqida al-Sahiha
-
Al-Bayhaqi. Al-Asma’ wal-Safat
-
Ibn ‘Abd al-Salam. Ai-Mulha fi I’tiqad Ahl al-Haqq
-
Ibn ‘Arabi. Aqidat al-‘Awamm min Ahl al-Islam
-
Sayyid Muhammad ‘Alawi al-Maliki. Al-Anbiya’ fi-Barzakh
-
Al-Anwar al-Bahiyya fi Isra’ wa Mi’raj Khayr al-Bariyya
-
Sayyid Yusuf Hashim al-Rifa’i. Nasiha li-Ikhwaninia Ulama’ Najd
… এবং অন্যান্য দ্বিভাষিক ও অনুবাদকৃত গ্রন্থ।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।