মানুষের কল্পনাকেও হার মানাবে যে আমগাছ

একটি আমগাছ কতটা জায়গা জুড়ে থাকতে পারে? ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী এলাকার গাছটি মানুষের কল্পনাকেও হার মানাবে। তিন বিঘা এলাকা জুড়ে বিস্তৃত এই গাছ। বিষ্ময়ের সীমা ছাড়ানো গাছটি দেখতে মানুষ দেশের বিভিন্ন প্রান্ত এমনকি দেশের বাইরে থেকেও আসছে মানুষ। দূর থেকে দেখলে মনে হয় একটি ছোট-খাটো আমবাগান কিন্তু কাছ থেকে দেখলে বাড়ে বিস্ময় এত বড় আমগাছ এর আগে দেখেছে কয়জন।

 

কৃষি বিশেষজ্ঞদের মতে এই গাছটি এশিয়ার সর্ব বৃহত্তম আমগাছ। ঠাকুরগাঁও বিখ্যাত তার নাম ‘সূর্যাপুরী’। চমৎকার স্বাদ, সুমিষ্ট এবং ছোট আঁটি বিশিষ্ট আমটির স্বাদ যিনি একবার পেয়েছেন, তিনিই বারবার ছুটে এসেছেন উত্তরের এই শান্ত জনপদে। কেউ আসে বন ভোজনে, কেউ আসে শিক্ষা সফরে, কেউ আসে অলস সময় অতিবাহিত করার জন্য। তবে এ আমের চেয়েও আজ বেশি বিখ্যাত হয়ে আছে, ছবির এই আমগাছটি।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!