হযরত খিজির (আঃ) বংশ পরিচয় –পর্ব ২
হযরত খিজির (আঃ) এখনও জীবিত আছেন না ইন্তেকাল করেছেন এ সম্পর্কেও আলেমদের মধ্যে মতভেদ আছে। তবে অধিকাংশ আলেমদের মতে তিনি জীবিত আছেন এবং কিয়ামত পর্যন্ত জীবিত থাকবেন। কথিত আছে যে, তিনি আবে হায়াত পান করেছেন। দাজ্জাল যে ব্যক্তিকে হত্যা করে পুনরায় জীবিত করবেন তিনি হযরত খিজির (আঃ)। তাঁর পরে অন্য আর কাউকে হত্যা করতে সমর্থ হবে না। কিয়ামতের কিছু সময় পূর্বে যখন মানুষের অন্তর এবং কোরআন শরীফ হতে আল্লাহ্র কালাম উঠিয়ে নেয়া হবে তখন হযরত খিজির (আঃ) এর মৃত্যু হবে।
অধিকাংশ সুফীয়ে কেরাম দৃঢ়তার সাথে দাবী করে বলেন যে, হযরত খিজির (আঃ) এখনও জীবিত আছেন এবং তাঁদের সাথে তাঁর সাক্ষাত হওয়া ও কথোপথনের অগণিত ঘটনাও বর্ণনা করেন। তবে যারা তাঁর মৃত্যু হয়েছে বলে অভিমত করেন তাঁদের বক্তব্য হল যে, তিনি যদি জীবিত থাকতেন তা হলে অবশ্যই রাসূলুল্লাহ (সাঃ) এর পবিত্র খেদমতে হাজির হতেন। তাঁর সাথে সাক্ষাত করে তাঁর প্রতি ঈমান আনতেন এবং তাঁর সাথে বিভিন্ন জিহাদে শরিক হতেন। অথচ হযরত খিজির (আঃ) এরূপ করেছেন বলে কোন প্রমাণ নেই।
যারা হযরত খিজির (আঃ) জীবিত আছেন বলে অভিমত প্রকাশ করেছেন তারাও এর স্বপক্ষে এক হাদীসের উদ্ধৃতি দিয়েছেন যে, হযরত আনাস বিন মালেক ও হযরত আবদুল্লাহ বিন জাবির (রাঃ) বর্ণনা করেন যে, হযরত মুহাম্মদ (সাঃ) এর ওফাতের পর সাদা দাঁড়ি বিশিষ্ট এক লোক হযরত মুহাম্মদ (সাঃ) এর পবিত্র শবদেহের কাছে এসে খুব কান্না কাটি করেন এবং উপস্থিত সাহাবাদেরকে ধৈর্যধারনের উপদেশ প্রদান করে চলে গেলেন। সে চলে যাওয়ার পর হযরত আবু বকর ও হযরত ওমর (রাঃ) সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন যে, ইনিই হযরত খিজির (আঃ)। হযরত কাব আহবার হতে বর্ণিত আছে যে, চার নবী জীবিত আছেন, তন্মধ্যে দু’জন জমীনের উপর রয়েছেন। তারা হলেন হযরত খিজির (আঃ) আর হযরত ইলিয়াস (আঃ)। তারা প্রতি বছর হজ্জের সময় এঁকে অপরের সাথে সাক্ষাত করেন। অপর দু’জন আসমানে জীবিত আছেন। তারা হলেন হযরত ইদ্রীস (আঃ) আর হযরত ঈসা (আঃ)।