জন্ম একসঙ্গে, প্রয়াণেও দারুণ মিল

যমজ বোন। কয়েক মিনিটের তফাতে জন্মেছিল তারা দু জন। তারপর দীর্ঘ পথ চলা দুই বোনের। সত্যিই দীর্ঘ! জীবনের সমস্ত চড়াই উতরাই পেরিয়ে এক শতক ধরে এক সঙ্গে থেকেছেন ইংল্যান্ডের ফ্লোরেন্স ডেভিস ও গ্লেনস থমাস। এই বছর নভেম্বরে তাঁদের বয়স হতো ১০৪। তবে তার আগেই পথ চলা শেষ হয়ে গেল। মজার বিষয় হল জন্ম যাঁদের একসঙ্গে মৃত্যুও হল প্রায় একসঙ্গেই।

গ্লেনস থোমাস মারা যান ২৩ এপ্রিল, বৃহস্পতিবার। একমাস কাটতে না কাটতে বোনের শোকে ফ্লোরেন্সও মারা যান। দিন ছিল বুধবার, ২০ মে। অবারমিল কেয়ার হউসে থাকতেন তাঁরা। সেখানকার ম্যানেজার ক্রিসটাইন টিপার জানান, “তাঁদের অসম্ভব আত্মিক সম্পর্ক থাকায় হয়ত তাঁদের মৃত্যুও প্রায় একই মাসে হল। সত্যি বলতে কী এমন অসাধরণ মহিলা আমরাও কখনও দেখেনি। তাঁদের অবদান আমরা চিরদিন মনে রাখব।” দুই বোনের স্মৃতিচারণা করতে গিয়ে জল চলে আসে ক্রিসটাইন টিপারের।

ফ্লোরেন্স ও গ্লেনসের জন্ম হয়েছিল ১৯১১, ১২ নভেম্বর। পাঁচ সন্তান, বারো জন নাতি নাতনি ও ১৯ জন পৌপুত্র-কন্যার এক বিশাল পরিবার রেখে গেলেন তাঁরা।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!