এক বিয়ে বাড়ির আসরে মধ্যবয়স্ক এক ভদ্রলোক গোপালকে জব্দ করার উদ্দেশ্যে সবাইকে শুনিয়ে শুনিয়ে বলল – গোপাল, তোমার সঙ্গে আমার তো অদ্ভুত মিল। সত্যি সচরাচার এমন মিল দেখা যায় না। কি বল?
গোপাল- তা যা বলেছেন।
রসিক ভদ্রলোক- যা সত্যি সবাইকে তা মেনে নিতেই হয়। আচ্ছা গোপাল, তোমার মা নিশ্চয় মাঝে মাঝে আমাদের বাড়িতে আসত। নইলে তোমার আমার চেহারায় এমন মিল হয় কি করে?
ভদ্রলোকের কথা শেষ হতে না হতেই আসরে হাসির রোল উঠল। সবাই ভাবল, গোপাল ভাঁড় এবার বেশ জব্দ হয়েছে।
গোপাল কিছুমাত্র বিচলিত না হয়ে বলল- আমার চেহারার সঙ্গে আমার বাপের চেহারার অদ্ভুত মিল। যতদূর জানি, আমার বাবা প্রায়ই আপনাদের বাড়ি যেতেন। আর সেই জন্য মা বাবাকে খুব বকাবকি করতেন।
গোপালের কথায় আসরে আবার হাসির রোল উঠল। গোপালের সঙ্গে রসিকতা করতে এসে মধ্যবয়স্ক লোকটিকেই আসর ছেড়ে পালাতে হলো।
—সংগৃহীত
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।