এক চোখ কানার দুঃখ

বেদআতীগণ ইলম আর্জনের প্রতিযোগিতায় পরাজিত হলো। হক্কানী আলেমগণ তাদেরকে জাহেল ভাবতে পারেন তাই গালাগালি করে জয়ী হওয়াটাই তাদের ইচ্ছা। তাদের রচিত কিতাবপত্র কোন সঠিক তথ্য থাকেনা। শুধু আলেমদের প্রতি গালাগালিতেই ভরপুর থাকে। তাদের অবস্থা হলো এক- চোখ কানা লোকের মত।

এক ব্যক্তির এক চোখ ছিল কানা। সে লোক মুখে শুনছিল যার এক চোখ কানা সে হারামজাদা। সেদিন থেকে তার মনে খুব দুঃখ ছিল।

একদিন সে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলো দুই চোখওয়ালা এক লোক। তাকে দেখেই বলতে লাগল, তুই হারামজাদা, তোর বাপ হারামজাদা, তোর চৌদ্দ পুরুষ হারামজাদা।

ভালো লোকটি হতভম্ব হয়ে গেল। কোন রকমে সামলিয়ে নিয়ে বললো, আমি নিরীহ মানুষ পথ দিয়ে যাচ্ছি- আমাকে গালাগালি করছো কেন?

একচোখ কানা বললো, সবাই বলে যে, যার এক চোখ কানা সে হারামজাদা। সুতরাং তুমি যখন আমার এক চোখ কানা দেখছো তখন হয়তো মনে মনে আমাকে হারামজাদা বলছো। তাই তার জবাবে আমি বলে দিয়েছি তুই হারামজাদা, তোর বাপ হারামজাদা, তোর চৌদ্দ পুরুষ হারামজাদা।

ঠিক সে রকম এ বেদআতীরা নিজেদের এলেমের ঘাটতি পূরণ করার জন্যে হক্কানী আলেমদেরকে গালাগালি করে থাকে সুতরাং এদের চিকিৎসা হবে কিভাবে?

(আল-এফাযাতুল য়্যাওমিয়্যাহ খণ্ড-৪, পৃষ্ঠা-৭১)

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!