অপহরণ মামলার ফলাফল

অনেক ইংরেজও বেশ বুদ্ধিমান ছিল। ভারতের ভূপাকের একটি ঘটনা বর্ণিত আছে, এক মহিলাকে এক ব্যক্তি মুসলমান করেছিল। ফলে তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হলো। হাকীম সাহেব এদেশীয় হওয়া সত্ত্বেও তাকে অপহরণের দায়ে শান্তির আদেশ দিলেন।

অতঃপর এক ইংরেজ হাকীমের আদালতে সে মামলার আপীল পেশ করা হলো। তার মিমাংশার এক অপূর্ব জ্ঞানের পরিচয় দিলেন এভাবেঃ ” এখানে বিষয় দুটি। একটি হলো অপহরণ করা, অপটি হলো ‘ পথ দেখানো’। পথ দেখানো কাকে বলে এবং অপহরণ করা কাকে বলে, যে ব্যক্তি এ দুটি বিষয়ের মধ্যে পার্থক্য করতে পারে না সে হাকীম হওয়ার যোগ্যতা রাখে না।

“যদি কোন লোক নিজের ধর্মকে অন্যের জন্যে ভাল মনে করে এবং তার প্রতি কাউকে প্রেরণা দেয় তবে সে তার মতে ভাল পথে আহ্বান করেছে। আর ভাল পথে আহ্বানকারী লোক কখনও অপরাধী হতে পারে না।

” যদি কোন সোনার অলঙ্কারের ঘটনা হতো অথবা যৌন কামনার বিষয় হতো তবে অপহরণ হিসেবে ধরা হতো; কিন্তু এখানে তার কোন প্রমাণ পাওয়া যায়নি’। (আল-এফাযাতুল য়্যাউমিয়্যাহ; খন্ড-১ পৃষ্ঠা- ৩১০)

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!