আবূ লাহাবের স্ত্রীর চোখে পর্দা

সূরা লাহাব অবতীর্ণ হওয়ার পর আবূ লাহাবের স্ত্রী একটি পাথর নিয়ে রাসূলুল্লাহ (সাঃ) এর প্রতি নিক্ষেপের উদ্দেশ্যে ছুটে এলো। মহিলার নাম ছিল উম্মে জামিল। রাসূলুল্লাহ (সাঃ) সে সময় আবূ বকর (রাঃ) এর সাথে বসেছিলেন।

মহান আল্লাহ আবূ লাহাবের স্ত্রী উম্মে জামিলের চোখের সামনে পর্দা ফেলে দিলেন। ফলে সে রাসূলুল্লাহ (সাঃ) কে দেখতে পেলো না। উম্মে জামিল আবূ বকরকে জিজ্ঞেস করলো তোমার সাথী কোথায়? আমি শুনেছি তিনি আমার নামে নিন্দা করেছেন।

আমি যদি তাকে দেখতে পেতাম, তবে এ পাথর তার মুখে নিক্ষেপ করতাম। একথা বলে উম্মে জামিল সেখান থেকে চলে গেল (বায়হাকি)

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!