শত্রুদল অন্ধ হয়ে গিয়েছিল

মদীনায় হিজরতের প্রাক্কালে রাসূলুল্লাহ (সাঃ) এর ঘর কাফেররা অবরোধ করেছিল। তারা সিদ্ধান্ত নিয়েছিল যে, রাসূলুল্লাহ (সাঃ) ঘর থেকে বের হওয়া মাত্র তার প্রতি হামলা করে তাকে মেরে ফেলবে। রাসূলুল্লাহ (সাঃ)  তাদের সামনে গিয়ে কুরআনের এ আয়াত পাঠ করলেন-

আমি ওদের সামনে প্রাচীর এবং পশ্চাতে প্রাচীর স্থাপন করেছি এবং ওদেরকে আবৃত করেছি, ফলে ওরা দেখতে পায় না। (সূরা ইয়াছিন আয়াত-৯)

মহান আল্লাহ মুশরিকদের চোখের দৃষ্টি এমনভাবে হরণ করেছিলেন যে, রাসূলুল্লাহ (সাঃ) তাদের সামনে দিয়ে বের হয়ে গেলেন অথচ তারা দেখতেই পায় নি। ঘর থেকে বের হয়ে রাসূলুল্লাহ (সাঃ) সফর সঙ্গি আবূ  বকর (রাঃ) এর ঘরে গেলেন। (বুখারী)

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!