রাসূলুল্লাহ (সাঃ) এবং আবূ জেহেলের মাঝখানে আগুনের পরিখার বাঁধা তৈরি

আবূ হোরায়রা (রাঃ) বলেন, আবূ জেহেল একবার ইচ্ছা করলো রাসূলুল্লাহ (সাঃ) কে সিজদা করতে দেখলে তার মাথা ভারী কিছু দিয়ে থেঁতলে দেবে। একদিন রাসূলুল্লাহ (সাঃ) যখন নামায আদায় করছিলেন, আবূ জেহেল তখন তার উপর হামলা করার নিয়ত করলো।

কিন্তু রাসূলুল্লাহ (সাঃ) এর কাছাকাছি গিয়েই সে পেছনে সরে এলো। তাকে এর কারণ জিজ্ঞেস করায় সে বলল, আমি দেখলাম মোহাম্মদ এবং আমার মাঝখানে আগুনের এক বিরাট পরিখা।

রাসূলুল্লাহ (সাঃ) বললেন, সে যদি আমার কাছে আসতো, তবে ফেরেশতা তাকে ছিন্নভিন্ন করে দিতো। (মুসলিম)

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!