একজন দারোগা অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে সারাক্ষন ছটফট করতো আর বলতো, হাসিনা আমাকে ক্ষমা করে দাও। বহু চিকিৎসা করেও তার রোগের যন্ত্রনা বিন্দুমাত্র লাঘব হয়নি। এ দারোগা একজন মহিলার একমাত্র পুত্রের হত্যাকারীকে ঘুষের বিনিময়ে আড়াল করে হাসিনাকে হত্যাকারী উল্লেখ করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট দিয়েছিল।
রিপোর্টে সে লিখেছিল হাসিনা ছিল চরিত্রহীনা। পুত্রের কারণে বেলেল্লাপনা করতে পারতোনা। এ কারণে নিজেই তার একমাত্র সন্তানকে হত্যা করেছিল। এ রিপোর্ট দেওয়ার পর দারোগা অজ্ঞাত রোগে আক্রান্ত হলো। তার রোগ এতো বেড়ে গিয়েছিল যে, রোগের যন্ত্রণায় স্বেচ্ছায় সে চাকুরী ছেড়ে দিয়েছিল।
তারপর বাড়িতে এসে বিছানায় রাতদিন ছটফট করতো আর বলতো হাসিনা আমাকে ক্ষমা করে দাও। দারোগা বলতো আমি প্রায়ই হাসিনাকে স্বপ্নে দেখি।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।